ঢাকা, মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪

অভিনেতা মর্গ্যান ফ্রিম্যানের বিরুদ্ধে যৌন হেনস্থায় অভিযোগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৬, ২৫ মে ২০১৮

তীর এবার অস্কারপ্রাপ্ত অভিনেতা মর্গ্যান ফ্রিম্যানের দিকে। অভিযোগ যৌন হেনস্থা। তবে কোনও অভিনেত্রীর নয়! সম্প্রতি এক প্রোডাকশন অ্যাসিসটেন্ট অভিনেতার বিরুদ্ধে এমন অভিযোগ আনেন। তার দাবি, অনেকবার বারণ করা সত্ত্বেও, মিস্টার ফ্রিম্যান তাকে অশালীন ভাবে ছুঁতেন৷ আপত্তি জানাবার পরও, মর্গ্যান তার এই ব্যবহার থেকে বিরত হননি।
২০১৭ সালের ফিল্ম ‘গোয়িং ইন স্টাইল’ সিনেমার প্রোডাকশন টিমে ছিলেন সেই মহিলা। সম্প্রতি এক সাক্ষাৎকারে মহিলাটি জানান, ‘শ্যুটিং ফ্লোরে মর্গ্যানের দ্বারা তাকে প্রায় রোজই কোন না কোন ভাবে হয়রানির শিকার হতে হয়েছে। কখনও অভিনেতা তাকে তার ফিগার নিয়ে টিজ করতেন, কখনও তার পোষাক নিয়ে কুমন্তব্য করতেন। এমনকি তার কোমড়েও বহুবার অনুচিতভাবে হাত দিয়েছেন।’
এই প্রসঙ্গে একদিন একটি ঘটনার ব্যাখা করে মহিলাটি জানান, ‘উনি একবার আমার স্কার্টও তোলার চেষ্টা করেছিলেন। আমি অন্তর্বাস পরে আছি কিনা এটাও জিজ্ঞেস করেন। সেই সময় আরেকজন অভিনেতা অ্যালান রিকম্যান সেখানে উপস্থিত ছিলেন। তিনি চিৎকার করে ধমক দিতেই, মর্গ্যান চমকে যান। ভয় পেয়ে কী বলবেন বুঝে উঠতে পারছিলেন না।’
মহিলার দাবি, আগেও একজন মহিলা ফ্রিম্যানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন। ‘নাও ইউ সি মি’ সিনেমার প্রোডাকশন স্টাফের সিনিয়র সদস্য ছিলেন তিনি। তাকেও বেশ কয়েকবার এই অভিনেতার হাতে হেনস্থা হতে হয়।
সেটে উপস্থিত বহু মহিলাদেরই বিভিন্ন রকমের মন্তব্য করে গিয়েছেন বহুবার। তার কথায়, ‘মর্গ্যান সেটে থাকলে, আমরা মেয়েরা, কখনও কোন টাইট জামা বা রিভিলিং টপ পরতাম না। যেকোন জামা যা আমার শরীরের কার্ভকে আরও স্পষ্ট করবে, তেমন কোনও আউটফিটে আমরা ফ্লোরে আসতাম না।’

একাধিক মহিলার অভিযোগ, মর্গ্যান মহিলাদের বক্ষঃস্থলে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকতেন।
অবশ্য এ ধরণের বহু অভিযোগের পর প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন মর্গ্যান। তিনি বলেন, ‘আমার জন্য যদি কেউ অপমানিত হয়ে থাকেন, অস্বস্থিকর অনুভব করে থাকেন তাহলে আমি ক্ষমা চাইছি। আমি কখনও চাইনি কেউ আমার আচরণে এভাবে বিরক্ত হোক। তবে যারা যারা আমার সঙ্গে কাজ করেছে, তারা জানেন আমি এরম অপরাধ করতে পারিনা। ইচ্ছাকৃতভাবে এ ধরণের আচরণে আমি অভ্যস্ত নই।’

সূত্র : সিএনএন

এসএ/

 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি