ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভিডিও

সালমানের লেখা গান ‘সেলফিস’ প্রকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫০, ২৬ মে ২০১৮ | আপডেট: ১১:৫৩, ২৬ মে ২০১৮

Ekushey Television Ltd.

মুক্তি পেল সালমান খান, ববি দেওল, জ্যাকলিন ফার্নান্ডেজ অভিনীত ‘রেইস থ্রি’র দ্বিতীয় গান ‘সেলফিস’। গানটিতে পাকিস্তানি গায়ক আতিফ ইসলামের সঙ্গে কন্ঠ দিয়েছেন সালমানের ‘প্রাক্তন’ বান্ধবী ইউলিয়া ভান্তুর। গানটি লিখেছেন সালমান নিজেই।
‘রেইস থ্রি’র নতুন এই গানে বরফের পাহাড়ে রোমান্সের দৃশ্যে দেখা গেছে সালমানের সঙ্গে জ্যাকলিনকে। রয়েছেন ববি দেওলও।
নতুন এই গানটি সামাজিক মাধ্যমে পোস্ট করে সালমান লিখেছেন, ‘একবার ‘সেলফিস’ হয়ে নিজের জন্য বাঁচো না।’
সিনেমাটির পরিচালক রেমো ডি’সুজা বলেছেন, ‘এই সিনেমার এটাই আমার পছন্দের গান। গানটি লিখেছেন সালমান এবং ‘সেলফিস’ শিরোনামটিও তার দেওয়া। এই গানটিতে যেরকম সাড়া পাচ্ছি তাতে সত্যি অভিভূত।’
এই সিনেমার মিউজিক নিয়ে সালমান ভীষণভাবে সংযুক্ত। শুধু গান লেখাই নয়, কোন গান সিনেমার কোন দৃশ্যে কীরকম ভাবে ব্যবহার হবে তা নিয়েও সে সুচিন্তিত পরামর্শ দিয়েছে তিনি।
রেমো ডি’সুজা পরিচালিত ‘রেইস থ্রি’তে সালমান খানের পাশাপাশি রয়েছেন জ্যাকলিন ফার্নান্ডেজ, ববি দেওল, ডেইজি শাহ, সাকিব সালিম এবং অনিল কাপুর।

সূত্র : হিন্দুস্তান টাইমস

এসএ/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি