ঢাকা, মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪

রাজবধুর যে ছবিগুলো আলোচনায় 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০১, ২৬ মে ২০১৮ | আপডেট: ১৮:০১, ২৬ মে ২০১৮

সিংহাসনের পঞ্চম উত্তরাধিকারী ও যুবরানী ডায়নার ছোট ছেলে প্রিন্স হ্যারি ও অভিনেত্রী মেগান মর্কেলের সম্পর্ক প্রায় গত এক বছর ধরেই সংবাদ শিরোনামে। ২০১৬ সালের জুলাইয়ে বন্ধুদের মারফৎ পরিচয় হয়েছিল হ্যারি-মেগানের। রানি দ্বিতীয় এলিজাবেথ ও তার পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের উপস্থিতিতে লন্ডনে প্রাথমিকভাবে তাদের বাগদান অনুষ্ঠিত হয়।   

রাজবধূ মেগান মার্কেল একজন মার্কিন অভিনেত্রী, মডেল এবং মানবাধিকার কর্মী। ২০১১ সাল থেকে মার্কেল, মার্কিন অপরাধমূলক নাট্য ধারাবাহিক স্যুটস-এ র‌্যাচল জেইন চরিত্রে অভিনয় করেছেন। এছাড়া তিনি কল্পবিজ্ঞান এবং গোয়েন্দা কাহিনীমূলক মার্কিন ধারাবাহিক ফ্রিংগি এর বিশেষ গোয়েন্দা ‘অ্যামি জেসাপ’ ভূমিকায় অভিনয়ের জন্য পরিচিত। তিনি বয়সে প্রিন্স হ্যারির চেয়ে ৩ বছরের বড়।

এটি তার দ্বিতীয় বিয়ে। অভিনেতা ও প্রযোজক ট্রেভর এনগেলসনের সঙ্গে দীর্ঘ সাত বছর প্রেম করে তাকে বিয়ে করেছিলেন ২০১১ সালে। কিন্তু সে বিয়ে টেকেনি। দুই বছর মাথায় তাদের বিবাহ বিচ্ছেদ হয়। ব্রিটিশ রাজবধূ হওয়ার জন্য নীতি মেনে অভিনয় সহ বাইরের জগতের অনেক কিছুই স্থায়ীভাবে ছাড়তে হচ্ছে মেগান মার্কেলকে।

এক নজরে দেখে নিন মেগান মার্কেলে কয়েকটি অদেখা ছবি-  

এসি  


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি