ঢাকা, মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪

ক্ষমাপ্রার্থী মর্গান

শ্লীলতাহানির অভিযোগ অস্বীকার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৬, ২৭ মে ২০১৮

অস্কারজয়ী অভিনেতার বিরুদ্ধে শ্লীলতাহানি, অভব্য আচরণের অভিযোগ উঠেছে। সেই অভিযোগ অস্বীকার করলে তিনি। তবে তারপরেও ক্ষমাপ্রার্থী হলিউড অভিনেতা মর্গান ফ্রিম্যান। 

শুক্রবার এক বিবৃতিতে মর্গান ফ্রিম্যান বলেন, ‘বৃহস্পতিবারের এই রিপোর্ট আমার ৮০ বছরের জীবনকে বিধ্বস্ত করে তুলেছে।’

ফ্রিম্যান আরও বলেন, ‘একটা বিষয় স্পষ্ট করে দিতে চাই, কোথাও অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করিনি, কোনও মহিলাকে যৌন হেনস্তা করিনি, এমনকী যৌনতার বিনিময়ে কারও কর্মসংস্থান করিনি। আমার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ সম্পূর্ণ মিথ্যে।’
অভিযোগ অস্বীকার করলেও মর্গান জানিয়েছেন, তার আচরণে কেউ অসম্মানিত হলে তিনি ক্ষমাপ্রার্থী।

উল্লেখ্য, বৃহস্পতিবার সিএনএন সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ১৬ জন ব্যক্তি তার অভব্য আচারণের অভিযোগ তোলেন। প্রথম ৮ জন শ্লীলতাহানির, কটূক্তির অভিযোগ তোলেন। বাকিরা অভিনেতার এমন আচরণের সাক্ষী থেকেছেন বলে জানিয়েছেন।
সিএনএন-কে দেওয়া  সাক্ষাৎকারে এক অভিযোগকারিনী দাবি করেছেন, ২০১৫ সালে ‘গোয়িং ইন স্টাইল’ সিনেমা তৈরির সময় স্টুডিওয় অভব্য আচরণ করেন ফ্রিম্যান। অভিযোগকারিনী দাবি করেছেন, বিভিন্ন সময়ে  কাজের ফাঁকে কুরুচিপূর্ণ ইঙ্গিত করতেন ফ্রিম্যান। এমনকী শরীরের নানা জায়গায় আপত্তিকরভাবে স্পর্শও করতেন তিনি।

ওই মহিলা আরও অভিযোগ করে বলেন, একবার অন্তর্বাস পরেছি কি-না তা জানার জন্য স্কার্ট তোলার চেষ্টা করেছিলেন ফ্রিম্যান। প্রকাশ্যে এমন কাজ করায় সহকারী অভিনেতা অ্যালান প্রতিবাদও করেন বলে দাবি ওই মহিলার।
এর আগেও ফ্রিম্যানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। ২০১২ সালে ‘নাউ ইউ সি মি’ সিনেমার প্রোডাকশনের এক মহিলা কর্মীও অভিযোগ করেছিলেন, ফ্রিম্যানের হাতে যৌন হেনস্থার শিকার হয়েছিলেন তিনি।
সূত্র : জি নিউজ
এসএ/



Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি