ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অশ্লীল ছবি পোষ্ট করে তোপের মুখে মালাইকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৩, ২৭ মে ২০১৮ | আপডেট: ১৪:০৯, ২৭ মে ২০১৮

Ekushey Television Ltd.

বলিউড টাউনে ‘হট মমি’র তালিকায় তিনি অন্যতম। বলিউডের সব পার্টি থেকে সালমানের পরিবারের কোনও অনুষ্ঠান, সবসময়ই খবরের শিরোনামে থাকেন ‘ছইয়া ছইয়া’ গার্ল মালাইকা অরোরা। সোশ্যাল মিডিয়াতে সবসময় অ্যাক্টিভও থাকেন তিনি। নিজের সব খবর ভক্তদের সঙ্গে শেয়ার করেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।
সম্প্রতি, লস অ্যাঞ্জেলেসে ছুটি কাটাতে গিয়েছেন মালাইকা। সেখানকার সমুদ্রতীরের বিকিনি পরে নিজের নানান ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মালাইকা। আর তাতেই নেটিজেনদের কাছে ট্রোল হয়েছেন তিনি।

ছবিতে বিকিনি পরে নীল সুমুদ্রে জলকেলিতে ব্যস্ত থাকতে দেখা গেছে মালাইকাকে। অনেকেই মালাইকার এই ছবি দেখে অশ্লীল মন্তব্য করেছেন।
যদিও এবিষয়ে মালাইকাকে পাল্টা কোনও মন্তব্য করতে দেখা যায়নি। তবে সোশ্যাল সাইটে তারকাদের হেনস্থা করার ঘটনা নতুন নয়। এর আগেও সোহা আলি খান, কারিনা কাপুর, রণবীর কাপুর, সোনাক্ষী সিনহা সহ অনেককেই সোশ্যাল মিডিয়ায় ট্রোল হতে হয়েছে।

সূত্র : জি নিউজ

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি