ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ছেলের জন্মদিনে বৃদ্ধাশ্রমে ফল বিতরণ

ভিডিও প্রকাশের পর তোপের মুখে শিল্পা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৬, ২৭ মে ২০১৮

Ekushey Television Ltd.

ছেলের জন্মদিনটা অন্যরকমভাবে পালন করতে চেয়েছিলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি। ছেলে, ভিয়ানের বন্ধু বান্ধবদের ডেকে একটি ছোট বার্থডে পার্টি রেখেছিলেন তিনি। সেই পার্টির আগে ছেলে, স্বামী এবং মা’কে নিয়ে একটি বৃদ্ধাশ্রমে গিয়ে ফল এবং মিষ্টি বিতরণ করে এসেছিলেন। সেই ভিডিও ইনস্টাগ্রামে প্রকাশ করার পর তোপের মুখে পড়েছেন অভিনেত্রী।

ইনস্টাগ্রামে ভিডিওটি আপলোড করে নায়িকা ক্যাপশনে লিখেছেন, ‘এইভাবে আমদের পরিবার জন্মদিন পালন করে। আমাদের পরিবারে প্রজন্মের পর প্রজন্ম এই ভাবেই জন্মদিন পালন করে আসছে। এই কাজটা আমায় ভীষণ আনন্দ দেয়। এই বৃদ্ধাশ্রমে খুব কম ভিজিটর আসে। কিন্তু যে কজনই আসুক না কেন, ওনারা তাতেই খুব খুশি হন।’
ভিডিওতে বৃদ্ধদের মিষ্টি এবং কলা বিতরণ করতে দেখা গিয়েছে শিল্পা, রাজ এবং ভিয়ানকে৷ ভিডিওটি আপলোড করার সঙ্গে সঙ্গে একজন লেখেন, ‘সবচেয়ে কমদামি ফল বিতরণ করে ইনস্টাগ্রামে আপলোড করছেন। এমন কিছুও সিম্পল না ব্যাপারটা। এই লোক দেখানো গুলো বন্ধ করুন।’
কমেন্টটি চোখে পড়ে শিল্পার। তিনিও কমেন্টের রিপ্লাই দিয়েছেন ভদ্রভাবে। লিখেছেন- ‘এটা আমাদের ঐতিহ্য। বহু বছর ধরে এটা আমরা ফোলো করে এসেছি। লোক দেখানোর কোনও উদ্দেশ্যই আমার ছিল না।’ শিল্পার রিপ্লাইয়ের পর অন্যান্য বহু ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা সেই ট্রোলারকে কটাক্ষ করে বিভিন্ন ভাবে নিন্দা করে। কিছুসময় পরই সেই ট্রোলার নিজের ভুল বুঝতে পেরে নিজেক কমেন্টটি ডিলিট করে দেয়।
এর আগেও সোশ্যাল মিডিয়ায় শিল্পাকে বহুবার ট্রোল হতে হয়েছে। মলদ্বীপে ঘুরতে গিয়ে একটি মাছকে সমুদ্র থেকে ধারালো যন্ত্র দিয়ে তুলে, সেটার ভিডিও পোস্ট করেছিলেন। ‘পিটা’র সদস্য বলে তাদের রোষে মুখেও পড়তে হয় তাকে৷
সূত্র : কলকাতা টুইন্টিফোর
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি