ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শাহরুখের ‘কার্বন কপি’ আব্রাম, দেখুন ছবিতে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১০, ২৭ মে ২০১৮ | আপডেট: ১৫:১২, ২৭ মে ২০১৮

Ekushey Television Ltd.

কিং খান, বলিউড বাদশা, শাহরুখ খান। শাহরুখ খানের মতো হ্যান্ডসাম বলিউডে আর নেই। কিন্তু এবার সেই বক্তব্যকেই কার্যত চ্যালেঞ্জের মুখে ফেলতে শুরু করেছে শাহরুখ-পুত্র আব্রাম। চোখ থেকে শুরু করে গাল, এমনকি গালে টোল পড়ার আদলও একেবারে একই রকম। বিশ্বাস না হলে নিজের চোখেই দেখুন ছবিগুলো :



স্টাইলেও বাবাকে নকল
স্টাইলের দিক থেকেও বাবা শাহরুখের সঙ্গে অসামান্য মিল আব্রামের। আর এই ছবিটি তার অন্যতম প্রামণ!


সেই হাসি
বাবা-ছেলের হাসির মধ্যেই রয়েছে বিস্তর মিল। দুজনেই এরকই রকমের চাউনি দিয়েই হাসে। আর তার প্রমাণ দিচ্ছে এই ছবি।


সেই চোখ
শাহরুখের চোখ আর আব্রামের চোখোর কথা বলা যেন একই! দুজনেই সুন্দর চোখের অধিকারী।


ডাব্বু রাতনানির ছবিতে যা ধরা পড়েছে
ফটোগ্রাফার ডাব্বু রতনানির ছবিতে প্রায় ধরা পড়ে সেলেবদের অঙ্গভঙ্গি। বাদ যায়নি ছোট্ট আব্রাম। শাহরুখের সঙ্গে তার হাসির মিল সাংঘাতিক!


আঙুল চোষা
শাহরুখের একটি ফ্যান পেজের শেয়ার করা ছবিতে ধরা পড়েছে শাহরুখ ও আব্রামের মিষ্টি মুহূর্তের কিছু ছবি।


কেকে আর ভক্ত
শাহরুখ ও আব্রাম দুজনেই যে কেকআর ভক্ত, তা নতুন করে বলার কিছু নেই! এই ছবিই তার প্রমাণ।


গালে টোল
শাহরুখের সঙ্গে আব্রামের গালের টোল পড়ারও এত মিল! এটা ভাবাই যায় না! আব্রাম ও শাহরুখের এই মিষ্টি ছবিটি থেকে নজর সরানো মুশকিল।
সূত্র : অন ইন্ডিয়া
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি