ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

সাইফকন্যা সারার বিরুদ্ধে মামলা  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১২, ২৭ মে ২০১৮ | আপডেট: ১৭:৪৮, ২৭ মে ২০১৮

Ekushey Television Ltd.

বলিউডে আগেই নাম লিখিয়েছেন সাইফকন্যা সারা আলি খান। কিন্তু তার মাথার ওপর ঘুরছে কালো মেঘ। বলিউডে তার ডেবিউ ছবি নিয়ে চলছে নানা বিতর্ক। পরিচালক-প্রযোজকের মধ্যে সমস্যা তো আগে ছিলই, এখন অভিষেক কাপুরের সঙ্গে ঝামেলায় জড়ালেন এই অভিনেত্রী।

তার বিরুদ্ধে অভিযোগ তিনি অভিষেক কাপুরের ‘কেদারনাথ’ ছবিতে সময় দিচ্ছেন না। তিনি যে ডেটগুলো আগে দিয়েছিলেন, সেগুলো তিনি এখন রোহিত শেট্টির `সিম্বা`কে দিয়ে দিয়েছেন। সারার বিরুদ্ধে এই অভিযোগই এনেছেন `কেদারনাথ` ছবির প্রযোজকরা। `স্কাই পিকচারস`সের এক ব্যক্তি সারার বিরুদ্ধে আইনি অভিযোগ দায়ের করে পাঁচ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করেছেন।   

জানা গেছে, এই ছবির একটি মুখ্য চরিত্রে সারার অভিনয়ের কথা। শুরুতে তাকে জানানো হয়েছিল, ২০১৮ সালের এপ্রিল নাগাদ ছবিটির দৃশ্যধারণ শুরু হবে। কিন্তু পরে জানানো হয়, ২০১৮ সালের জুলাই পর্যন্ত ছবিটির কাজ হবে। তখন সারার প্রচার সচিব জানান, সারা পারবে না; কারণ তিনি অন্য একটি ছবির জন্য জুনে সময় দিয়েছেন। যদিও এই ঘটনার পর অভিষেক কাপুর, সইফ আলি খান, সারা, রোহিত শেট্টি কেউই এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি।

এসি   

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি