ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সোনমের বিয়েতে কেন গেলেন না দীপিকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৭, ২৮ মে ২০১৮

Ekushey Television Ltd.

বলিউড অভিনেত্রী সোনম কাপুর ও দিল্লির ব্যবসায়ী আনন্দ আহুজা গত ৮মে বিয়ে করেছেন। অনিল কাপুর কন্যার বিয়েতে উপস্থিত ছিলেন সালমান-শাহরুখসহ বলিউডের প্রথম সারির প্রায় সব তারকাই। কিন্তু সেখানে দেখা মেলেনি দীপিকা পাড়ুকোনের।
কিন্তু কেন সোনমের বিয়েতে যেতে পারেননি দীপিকা- এ বার সেই প্রশ্নের উত্তর দিলেন দীপিকা।
সম্প্রতি মুম্বাইয়ের একটি অ্যাওয়ার্ড শো-তে গিয়েছিলেন দীপিকা। সেখানে সোনমের বাবা অনিল কাপুরের সঙ্গে তার দেখা হয়। অনিলের সঙ্গে দীপিকার কথোপকথনের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ওই ভিডিওতে নাকি অনিল কাপুরের কাছে সোনমের বিয়েতে উপস্থিত না থাকার জন্য ক্ষমা চাইতে দেখা গিয়েছে দীপিকাকে।
অনিল বলেন, ‘আমি তোমাকে মিস করেছি।’

এর উত্তরে দীপিকা বলেছেন, ‘আমি জানি। দুঃখিত। ওই সময়টা আমি কান ফিল্ম ফেস্টিভ্যালে ছিলাম।’
অর্থাৎ সোনমের বিয়ের সময় কান চলচ্চিত্র উৎসবে গিয়েছিলেন দীপিকা। সে কারণেই এই হাইপ্রোফাইল বিয়েতে দেখা যায়নি তাকে।

সূত্র : ইন্ডিয়া টুডে

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি