ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভিড়ের মধ্যে হেনস্থার শিকার জাহ্নবী কাপূর!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৮, ২৮ মে ২০১৮

Ekushey Television Ltd.

খ্যাতি থাকা মানেই বিড়ম্বনার শেষ নেই। তারকারা চাইলেই সাধারণ মানুষদের মত চলাফেরা করতে পারেন না। এমনই এক অভিজ্ঞতার মুখোমুখি হলেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপূর।
সম্প্রতি একটি ক্যাফে থেকে বের হওয়ার সময়ে এক দল ছেলেমেয়ে তাকে ঘিরে ধরে। বয়স তাদের সাত-আট থেকে চোদ্দো-পনেরোর মধ্যে। তাকে দেখে শিশুদের ভালোবাসা ও উচ্ছ্বাসে প্রথমটায় ভালো লাগলেও, আস্তে আস্তে অস্বস্তি বোধ করতে থাকেন জাহ্নবী। প্রথমে জাহ্নবী কয়েকজনের সঙ্গে হেসে হাত মিলিয়েছিলেন। কিন্তু পরে তারা জাহ্নবীকে এমন ভাবে ছুঁতে থাকে, যার ফলে অভিনেত্রী অস্বস্তি বোধ করেন। অবশেষে দেহরক্ষীরা তাকে সামলে গাড়ি পর্যন্ত নিয়ে যান।
জানা গেছে, ওই এলাকারই কোনও এক কলোনির ছেলেমেয়েরা জাহ্নবীকে ঘিরে ধরেছিল।
উল্লেখ্য, কিছুদিন আগে সুস্মিতা সেন ভিড়ের মধ্যে একটি ১৫ বছরের ছেলের অসভ্যতার কথা শিকার হয়েছিলেন।

প্রসঙ্গত, ‘ধড়ক’ সিনেমার কাজ চলাকালীনই মাকে হারিয়েছেন জাহ্নবী। তারপর মায়ের মৃত্যুর শোক থেকে বেরিয়ে সেই সিনেমার কাজে মন দিয়েছেন তিনি।

সূত্র : এবেলা

এসএ/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি