ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

ফের সমালোচনায় সোনম ও তার পরিবার  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২২, ২৮ মে ২০১৮

Ekushey Television Ltd.

‘বীর দি ওয়েডিং’ ছবিটি নিয়ে সমালোচনার অন্ত নেই৷ ছবির ট্রেলার নিয়েও বিভিন্ন মহল থেকে ওঠে নানান প্রশ্ন৷ ছবিতে ‘তারিফা’ গানটিকে নিয়েও শুরু হয়েছে ক্রিটিসিজম৷ তাতে অবশ্য ছবিতে কোনো প্রভাব পড়েনি । কিন্তু সম্প্রতি সোনম কাপারের একটি ছবি নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া।

ছবিতে তার হাতে মঙ্গলসূত্র পরিহিত অবস্থায় দেখা যায়। এতেই ঘটে বিপত্তি। মঙ্গলসূত্র হাতে পরার করণে তার বিরুদ্ধে হিন্দু ধর্মের অবমাননা করার অভেযোগ তোলেন।   

কিছুদিন আগে সোনমের ওয়েস্টার্ন পোশাক পরা একটি ছবি প্রকাশ্যে আসে। এতে দেখা যায় লাল-সাদা স্যুট পরে, হাতে কালো ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে সোনম। সঙ্গে বাঁ হাতের রিস্টে জড়িয়ে রেখেছেন নিজের মঙ্গলসূত্রটি৷

প্রথমদিকে বরাবরের মতো এই স্টাইলটিও ফ্যাশন গোলস হিসেবেই নিচ্ছিল নতুন প্রজন্মের মেয়েরা৷ পরে কিছু নেটিজেনেদের নজরে আসলে তারা সোনমকে বেশ কড়া ভাষায় সমালোচনা করেছে।   

এমএইচ/এসি 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি