১০০ কোটির ক্লাবে আলিয়ার ‘রাজি’
প্রকাশিত : ০৮:৪০, ২৯ মে ২০১৮ | আপডেট: ১০:২৫, ২৯ মে ২০১৮
১০০ কোটির ক্লাবে পৌঁছাল আলিয়া ভাটের ‘রাজি’। বরুণ ধাওয়ান ও আলিয়া অভিনীত ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’ পর এবার বক্স অফিসে ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়ল আলিয়ার ফিল্ম ‘রাজি’।
‘টু স্ট্রেটস’ আর ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’ বক্স অফিসে ব্যবসা করেছিল যথাক্রমে ১০২.১৩ কোটি, ১১১.৬৪ কোটি। আর মুক্তির ১৭ দিনের মধ্যেই আলিয়ার ‘রাজি’ও ইতিমধ্যেই ১০০ কোটির ব্যবসা করে ফেলেছে। ‘রাজি’র সাফল্য নিয়ে টুইট করেছেন ফিল্ম সমালোচক তরণ আদর্শ।
প্রসঙ্গত, হরিন্দর সিক্কার লেখা গল্প ‘কলিং সেহমত’-অবলম্বনে তৈরি হয়েছে মেঘনা গুলজারের ফিল্ম ‘রাজি’। সিনেমার গল্পে কাশ্মীরী তরুণীর চরিত্রে দেখা গেছে আলিয়া ভাটকে। যিনি কিনা ভারতীয় সেনার হয়ে খবর সংগ্রহ করতে এক পাকিস্তানি আর্মি অফিসারকে বিয়ে করবেন।
ভারত-পাক যুদ্ধের সময় পাকিস্তানের সেনাবাহিনীর সমস্ত গোপন তথ্য কাশ্মীরী তরুণী আলিয়ার মাধ্যমেই কীভাবে পৌঁছে যায় ভারতীয় সেনার হাতে। সেটাই তুলে ধরা হয়েছে ‘রাজি’ গল্পে।
সূত্র : এনডিটিভি
এসএ/