ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মোদীকে কাজল পুত্রের ‘ফিটনেস চ্যালেঞ্জ’!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৮, ২৯ মে ২০১৮

Ekushey Television Ltd.

এবার ‘হম ফিট তো ইন্ডিয়া ফিট’-এর চ্যালেঞ্জ গ্রহণ করল অজয় দেবগণ এবং কাজল পুত্র। কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোর এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘ফিটনেস চ্যালেঞ্জ’ গ্রহণ করে কাজল পুত্র যুগ।

যুগকে শারীরিক কসরত করতে দেখা যায় এবং যেভাবে অজয় পুত্রের শারীরিক কসরতের ভিডিও প্রকাশ্যে এসেছে, তা তাক লাগিয়ে দিয়েছে নেটিজেনদের।

মাত্র ৬ বছর বয়সে যুগ দেবগণকে যেভাবে শারীরিক কসরত করতে দেখা গেছে, তা হার মানাবে অনেক সেলিব্রিটিকেই।

সম্প্রতি, কেন্দ্রীয়মন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠৌরের ‘ফিটনেস’ ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যেখানে ‘ফিটনেস’ ভিডিও প্রকাশ্যে এনে দেশবাসীকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মত ‘ফিট’ থাকার পরামর্শ দেন রাজ্যবর্ধন। পাশাপাশি হৃত্বিক রোশন, বিরাট কোহলিকে সেই ফিটনেস চ্যালেঞ্জ ছুঁড়ে দেন কেন্দ্রীয় মন্ত্রী।

সূত্র : জি নিউজ

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি