ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঐশ্বর্যের রান্না পছন্দ নয় অভিষেকের!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৯, ২৯ মে ২০১৮ | আপডেট: ১১:২১, ৩০ মে ২০১৮

Ekushey Television Ltd.

পছন্দ করেই বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাইকে বিয়ে করেছেন অভিষেক বচ্চন। স্ত্রীর সুন্দর মুখখানা পছন্দ হলেও তার রান্না পছন্দ নয় জুনিয়র বচ্চনের। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিষেকের দেওয়া এক পোষ্ট থেকেই এই গুঞ্জনের সূত্রপাত।  
জানা গেছে, সাবেক বিশ্বসুন্দরীও স্বামী অভিষেক বচ্চনের জন্য রান্না করেন। কিন্তু অভিষেকের পছন্দের নয়, সম্প্রতি এমন অপছন্দের খাবার পরিবেশন করেন তিনি।
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, শাকসবজি অভিষেক বচ্চনের দুই চোখের বিষ। আর ব্রোকলি তো তাঁর মুখে একেবারেই যেতে চায় না।
গতকাল সোমবার জুনিয়র বচ্চন টুইটারে এক পোস্টে ব্রোকলি নিয়ে তাঁর বিরক্তির কথা প্রকাশ করেন। সেই পোস্টে তিনি লিখেছেন, ‘কেন? মানুষ কী কারণে ব্রোকলিকে খাদ্য বানাল? কেন রে ভাই? আমি জানতে চাই এই সবজি কি আদৌ কেউ খেতে পছন্দ করেন?’
কিন্তু অভিষেকের কপাল খারাপ। এই পোস্ট দেওয়ার কয়েক ঘণ্টা পর নায়ক আরেকটি পোস্ট দেন। এবার এক প্লেট খাবারের ছবি প্রকাশ করেন তিনি। ভাবুন, প্লেটে অভিষেকের জন্য পরিবেশন করা খাবারটি ব্রোকলি দিয়েই তৈরি। আর সেই ছবির ক্যাপশনে অভিষেক লিখেছেন, ‘যা হওয়ার তা-ই হলো। আমার ধারণা, স্ত্রী আমার আগের পোস্টটি দেখে ফেলেছে।’
অভিষেকের এই সরস পোস্টে অনেকেই বেশ মজা পেয়েছেন। একজন মন্তব্য করেছেন, ‘আপনি না খেলে আমাকে পাঠিয়ে দিন। ঐশ্বরিয়ার রান্না চোখে দেখতে চাই।’
কেউ কেউ আবার ঠাট্টা করে বলছেন, ঐশ্বরিয়াও দেখি গতানুগতিক স্ত্রীদের মতো। স্বামীর যা পছন্দ নয়, তাঁকে তা-ই খেতে বাধ্য করেন।
প্রসঙ্গত, অভিষেক বচ্চন ২০০৩ সালে ‘কুচ না কহো’ ছবিতে কাজ করার সময় সহশিল্পী ঐশ্বরিয়া রাইয়ের প্রেমে পড়েন। কিন্তু প্রেমের কথা প্রকাশ না করে মনেই পুষে রাখেন জুনিয়র বচ্চন। এরপর ২০০৭ সালে ‘গুরু’ ছবিতে আবার তাঁরা জুটি হন। নিউইয়র্কে সেই সিনেমার শুটিং করার সময় এক রাতে হোটেলের বারান্দার দাঁড়িয়ে অভিষেক ভাবছিলেন, ‘ঐশ্বরিয়ার সঙ্গে যদি ঘর বাঁধতে পারতাম, তাহলে কতই না ভালো হতো।’
এরপর অবশ্য বেশি দিন মনের কথা গোপন রাখতে হয়নি অভিষেককে। নিউইয়র্কে ‘গুরু’ছবির উদ্বোধনী প্রদর্শনীর সময় সেই হোটেলের বারান্দাতেই ঐশ্বরিয়াকে নিয়ে যান অভিষেক এবং সেখানেই তিনি তাঁকে বিয়ের প্রস্তাব দেন। একই বছর পর বিয়ের পিঁড়িতে বসেন তাঁরা। তাঁদের সংসারে একমাত্র সন্তান আরাধ্য বচ্চন। তার বয়স এখন সাড়ে ছয় বছর।
সূত্র : এনডিটিভি।
/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি