ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘সঞ্জু’র পোস্টারে প্রকাশ পায়নি আনুশকার চরিত্র  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৮, ২৯ মে ২০১৮ | আপডেট: ১৭:৪০, ২৯ মে ২০১৮

Ekushey Television Ltd.

‘সঞ্জু’ ছবির একের পর এক পোস্টার প্রকাশ পাচ্ছে। পরিচালক রাজকুমার হিরানি তার এ ছবির নতুন নতুন পোস্টার দিয়ে চরিত্রগুলোকে পরিচিত করাচ্ছেন। পরিচালক আগেই ঘোষনা দিয়েছিলেন, ছবির চরিত্রগুলাকে তিনি পোস্টারের মাধ্যমে ক্রমান্বয়ে পরিচিত করবেন। করছেনও তাই। এর আগে তিনি `সঞ্জু`রূপী রণবীর কাপুরের সঙ্গে সোনম কাপুর ও পরশ রাওয়ালের পোস্টার প্রকাশ করেন। এবার তিনি সঞ্জুর সঙ্গে আনুশকার ছবি প্রকাশ করলেন। তবে পরিচালক হিরানি এটা জানাননি আনুশকা ছবির কোন চরিত্রে অভিনয় করছেন।

এ ব্যাপারে হিরানি টুইটারে লিখেছেন, `এটা আমার প্রিয় বন্ধু আনুশকা। বিশেষ এই লুকে তাকে দেখা যাবে ছবিতে...কেউ কি জানেন, সে কোন চরিত্রে অভিনয় করছে?...আগামীকাল ছবির ট্রেলারে সবাই জানতে পারবেন..`

`সঞ্জু` ছবির ট্রেলার প্রকাশিত হবে আগামীকাল ৩০ মে। তবে ট্রেলার মুক্তির আগেই ছবিটি নিয়ে রীতিমতো হৈ চৈ শুরু হয়ে গিয়েছে বলিউডে। এদিকে মু্ক্তির আগেই ছবিটির ট্রেলার দেখেছেন রণবীরের বাবা ঋষি কাপুর। তিনি রণবীরের অভিনয়ের দারুন প্রশংসা করেছেন। তার ধারনা ছবিটি দর্শকের আনন্দিত করবে।

এসি    

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি