ঢাকা, রবিবার   ০১ ডিসেম্বর ২০২৪

উইথ নাজিম জয়ে চাঁদনী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০০, ২৯ মে ২০১৮ | আপডেট: ২৩:১৩, ২৯ মে ২০১৮

জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী চাঁদনী অনেক দিন ধরেই রয়েছেন মিডিয়ার আড়ালে। এবার সেই আড়াল ভেঙ্গে হাজির হচ্ছেন একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন ‘উইথ নাজিম জয়’ অনুষ্ঠানে। সেখানে আলোচিত উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের মুখোমুখি হবেন। বলবেন নিজের না বলা অনেক কথা।

মাসুদুজ্জামান সোহাগের প্রযোজনায় এবারের পর্বে চাঁদনীর সঙ্গে আরও থাকছেন সাংবাদিক এম এস রানা এবং কৌতুক অভিনেতা মীরাক্কেলের সজল।  

ইতিমধ্যে অনুষ্ঠানটির রেকর্ড সম্পন্ন হয়েছে। অতিথি আড্ডায় নিজের ব্যক্তিগত বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেছেন চাঁদনী। অনুষ্ঠানের একটি পর্যায়ে চাঁদনী জানান, ‘সম্প্রতি আঁংটি বদল হওয়া সঙ্গীত শিল্পী বাপ্পা মজুমদার এবং অভিনেত্রী তানিয়া হোসেনের সম্পর্ক কোন ভাবেই মেনে নিতে পারছেন না তিনি’।

আড্ডা গল্পে চাঁদনী তার জীবনের আরও নানা বিষয় নিয়ে কথা বলেন।    

একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন ‘উইথ নাজিম জয়’ অনুষ্ঠানটির এবারের পর্বটি প্রচার হবে ৩০ মে বুধবার রাত ১০টায়। 

এসি 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি