ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ফের একসঙ্গে বিপাশা-করণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৭, ৩০ মে ২০১৮

Ekushey Television Ltd.

বিপাশা-করণের রোমান্সের রগরগে দৃশ্য দর্শক ভুলতে পারেন নি। গত তিন বছর এ জুটি একসঙ্গে কোনো কাজ করেননি। তবে এই সময়ে তাদের আবেদন ফুরোয় নি এতটুকু।
বিক্রম ভাটের `আদত`-এর মাধ্যমে পর্দায় ফিরছেন বিপাশা বসু ও করণ সিং গ্রোভার আবার ফিরছেন। শেষবার ২০১৫য় শেষবার একটি ভৌতিক ছিল `অ্যালন`-এ এই জুটিকে পর্দায় দেখা গিয়েছিল। পরিচালক ভূষণ প্যাটেলের পরিচালনায় এই ছবিতে দেখা গিয়েছিল বিপাশা-করণের রসায়ন।
ছবিতে নায়কের চরিত্রে করণ সিং গ্রোভারকে ইতিমধ্যেই চূড়ান্ত করা হয়েছে। জুন মাস থেকেই শুরু হচ্ছে ছবির শ্যুটিং। এই ছবির চিত্রনাট্য লিখছেন করণ-বিপাশার আগের ছবির পরিচালক ভূষণ প্যাটেল নিজেই। তিনি নিজেই এই ছবিতে তাঁর  চিত্রনাট্য লেখা খবরের কথা জানিয়ে লন্ডনে গিয়েছেন ছবির চিত্রনাট্য চূড়ান্ত করার জন্য।
এদিকে আরও একটি সূত্র জানাচ্ছে বিক্রম ভাটের এই ছবি `আদত`-এর সম্পূর্ণ শ্যুটিংই হবে লন্ডনে। মে মাসেই ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা থাকলেও এটির শ্যুটিং ৭ জুন থেকে শুরু হচ্ছে বলে জানা গিয়েছে। আগামী ৪৫ দিন ধরে চলবে ছবির শ্যুটিং।  
সূত্র : মুম্বই মিরর।
/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি