ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভালোবাসার মানুষ খুঁজে পেয়েছে প্রিয়াঙ্কা!   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১১, ৩০ মে ২০১৮

Ekushey Television Ltd.

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এবার খোঁজে পেয়েছে তার মনের মানুষ। মার্কিন গায়ক, গীতিকার ও অভিনেতা নিক জোনাস।   

মার্কিন গণমাধ্যম এমন দাবি করছে প্রিয়াঙ্কা ও নিকের সম্পর্ক একেবারেই নতুন। তারা দারুণ জুটি। একে অন্যের প্রতি যথেষ্ট আগ্রহী। এখন নিয়মিত ডেটিংও করছেন তারা।

হলিউডের `বিউটি অ্যান্ড দ্য বিস্ট লাইভ` কনসার্টে অংশগ্রহণের পর থেকে তাদের এই ঘনিষ্ঠতা।    

শনিবার প্রিয়াঙ্কা ও নিক লসঅ্যাঞ্জেলেসে এক সঙ্গে ডোজার গেম দেখতে যান। তারা ওই গেমে `সিটি অব অ্যাঞ্জেল হোম` টিমকে সমর্থন দিয়ে একসঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করেন। সেখানে প্রিয়াঙ্কা আর নিককে খুব ঘনিষ্ঠভাবে কথা বলতে দেখা যায়। ওই সময় তাদের অনেক হাসিখুশী ও উৎফুল্ল দেখাচ্ছিল। এছাড়া নৌকায় চড়ে নিকের বন্ধুদের সঙ্গেও প্রিয়াঙ্কাকে ঘুরতে দেখা যায়। তাদের সেই ঘোরাঘুরির ছবি এখন ভাইরাল নেট দুনিয়ায়।

গত বছর প্রিয়াঙ্কা নিজের প্রেম সম্পর্কে বলেন, খুবই প্রতিশ্রুতিসম্পন্ন একটি সম্পর্কের মধ্যে আছেন। যদিও পরে তার ওই সম্পর্কের কোনো ভিত্তি পাওয়া যায়নি। এর আগেও প্রিয়াঙ্কার প্রেম নিয়ে অনেকবার গুঞ্জন ওঠে। বলিউডের একটি সূত্র জানিয়েছে, এমনিতে প্রিয়াঙ্কা অনেক মানুষের সঙ্গে মেলামেশা করেন। কারও কারও সঙ্গে ডেটেও যান। কিন্তু শেষ পর্যন্ত কোনো সম্পর্কে জড়াননি। এখন নিকের সঙ্গে প্রিয়াঙ্কার প্রেমের গুঞ্জন কতটা সত্যি তা সময়ই বলে দেবে।  

সূত্র : ইন্ডিয়া টুডেি

এসি 

  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি