ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

তৈমুরকে টেনে স্কুলে নেওয়ার ভিডিও ভাইরাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৭, ৩১ মে ২০১৮

Ekushey Television Ltd.

স্কুলে নিয়ে যেতে হচ্ছে ছেলেকে। তাই ‘ভির দি ওয়েডিং’-এর প্রমোশন বাতিল করতে হয়েছে। কিন্তু, তৈমুরকে নতুন স্কুলে নিয়ে যেতে যেভাবে বেগ পেতে হচ্ছে কারিনা কাপুরকে, সেই ভিডিও কিন্তু ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে।
আগামী ১ জুন মুক্তি পাচ্ছে পরিচালক রিয়া কাপুরের সিনেমা ‘ভির দি ওয়েডিং’। মা হওয়ার পর রিয়া কাপুরের সিনেমা দিয়েই কামব্যাক করছেন কারিনা। ফলে ‘ভির দি ওয়েডিং’ নিয়ে উচ্ছ্বসিত অভিনেত্রী ও তার ভক্তরা। কিন্তু, ছেলেকে নতুন স্কুলে নিয়ে যেতে হবে বলেই সম্প্রতি সিনেমার প্রমোশন বাতিল করেন বেগম সাহেবা।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ পেয়েছে। যাতে তৈমুরকে নিয়ে সোজা স্কুলে উপস্থিত হন কারিনা। কিন্তু, তৈমুরকে স্কুলের মধ্যেই নিয়ে যেতে বেগ পেতে হয় কারিনাকে।
একবার মায়ের হাত ছেড়ে তৈমুর মাটিতে বসে পড়ে, আবার নানির হাত ছেড়ে স্কুলের দরজার বাইরে বেরিয়ে আসে। বোঝাই যাচ্ছে যে- কোনওভাবেই ছোট্ট নবাবকে বাগে আনতে পারছিলেন না কারিনা।
কারিনা এবং তৈমুরের ওই ভিডিও প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়।

সূত্র : জি নিউজ

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি