ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সিনেমার জন্য শাহরুখের নাসা ভ্রমণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪০, ৩১ মে ২০১৮ | আপডেট: ১১:৪৪, ৩১ মে ২০১৮

Ekushey Television Ltd.

পুরোদমে চলছে শাহরুখ ‘জিরো’ সিনেমার শুটিং। বর্তমানে পুরো টিম পাড়ি দিয়েছে ওয়াশিংটনে। দীর্ঘ ৪৫ দিন ধরে সেখানে চলবে সিনেমার শুটিং।

শোনা যাচ্ছে, সিনেমার একটি দীর্ঘ দৃশ্যের শুটিং হবে নাসার সদর দফতরে। তার জন্ বিদেশে উড়ে গেছে সিনেমার পুরো টিম।
সূত্রের খবর, সিনেমার শেষাংশের শুটিং হবে নাসাতে। যদিও পরিচালকের ইচ্ছা ছিল মুম্বাইতেই এই দৃশ্যের শুটিং করতে, কিন্তু শাহরুখ সিনেমাটি বাস্তবধর্মী করতে বদ্ধ পরিকর। তাই সিনেমাতে কোন কমতি রাখতে চান না বাদশা। তাই ওয়াশিংটনে এই যাত্রা। তবে শুধু শাহরুখই নন, অভিনেত্রী আনুশকা শর্মা এবং মাধবনও গিয়েছেন সেখানে।
পরিচালক আনন্দ এল. রাই পরিচালিত ‘জিরো’তে যে জমাটি চিত্রনাট্য রয়েছে এমনটা মনে করছে সিনেপ্রেমীরা। সিনেমাটিতে আনুশকা, শাহরুখ ছাড়াও রয়েছেন ক্যাটরিনা কাইফ। এছাড়া গেস্ট এপিয়ারেন্সের তালিকায় রয়েছে সালমান খান, রাণী মুখোপাধ্যায়ের মতো অভিনেতারা। সিনেমাটি মুক্তি পাবে চলতি বছরের ২১ শে ডিসেম্বর।

সূত্র : কলকাতা টুইন্টিফোর

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি