ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঐশ্বরিয়া নিজের হাতে রেঁধেছেন তাই!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৩, ৩১ মে ২০১৮ | আপডেট: ১৪:২৬, ৩১ মে ২০১৮

Ekushey Television Ltd.

অভিষেক বাচ্চন সোশ্যাল মিডিয়ায় ব্রকোলি মাখানো কিনওয়া স্যালাডের একটি ছবি প্রকাশ করেছেন। আর প্রকাশের সঙ্গে সঙ্গে ছবিটি ভাইরাল হয়ে গেছে নেট দুনিয়ায়। জুনিয়র বাচ্চনের দাবি, তার স্ত্রী ঐশ্বরিয়া রায় নিজের হাতে এই খাবারটি তৈরি করেছেন। তাই ছবি তুলে টুইটারে পোস্ট করেছেন গর্বিত স্বামী।

ছবিটি দেখে কেউ একজন লিখেছেন, ‘আমি নিশ্চিত, অভিষেকের এটা পছন্দ হয়নি। কিন্তু ভেবে দেখুন, ঐশ্বরিয়া খাবার পরিবেশন করছেন... হে ভগবান... !’

অনেকে আবার অভিষেককে অনুরোধ করেছেন, ‘আপনি না খেলে আমার জন্য পাঠিয়ে দিন!’

কেউ আবার অভিষেককে প্রশ্ন করেছেন, ‘আচ্ছা, কেমন খেতে ছিল?’

শুধু কি অভিষেক, ঐশ্বরিয়াকেও এর মাঝে টেনে এনেছেন নেটিজেনরা। অ্যাশের কাছে আবদার— ‘খেতে চলে আসি, অ্যাশজি!’
অনুরোধ-রসিকতার মাঝে এক নেটিজেন আবার ব্রকোলি নিয়ে গুরুগম্ভীর বিশ্লেষণ করেছেন। সুরিন্দর টিকু নামে সেই ব্যক্তির কথায়, ‘ব্রকোলি হল অসাধারণ অ্যান্টি-অক্সিডেন্ট। সুতরাং, তা উপভোগ করুন। আর এটা খেতেও বেশ সুস্বাদু।’

একজন লিখেছেন, ‘আমি ১৯৭১ থেকে শাক-সব্জির চাষ করছি। বিশ্বাস করুন, এতে কোনও ফ্র্যাঙ্কেনস্টাইন রাক্ষস লুকিয়ে নেই।’

অন্য আরেকজনের মন্তব্য, ‘ব্রকোলি আর ফুলকপির মধ্যে জিনগত ফারাক আছে।’

সূত্র : আনন্দবাজার

এসএ/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি