ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিয়ের পর এবার সন্তান নিয়ে ভাবছেন কোহলি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৮, ৩১ মে ২০১৮

Ekushey Television Ltd.

বাইশ গজে তার খ্যাতি পুরো বিশ্বে। আর ঘরের মাঠে জমিয়ে সংসার করছেন তিনি। গত ডিসেম্বরেই বিয়ে সেরেছেন। তখন থেকে মিডিয়ার স্পটলাইট যেন আরও কড়া হয়েছে। তবে এত নাম-যশের মধ্যেও যেন অবিচল তিনি। এর পেছনে রয়েছে তার স্ত্রী অানুশকা শর্মার প্রভাব। অানুশকার জন্যই নাকি জীবনটাকে অন্য ভাবে দেখতে শুরু করেছেন বিরাট কোহলি। অানুশকা শর্মার সঙ্গে তার সম্পর্ক থেকে ভবিষ্যতে সন্তানদের কী করে মানুষ করবেন, বা কী কী করবেন না, তা নিয়েও মুখ খুললেন কোহলি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে খোলামেলা কথা বললেন ভারতীয় এই অধিনায়ক। ক্যারিয়ারের পাশাপাশি নিজের ভবিষ্যৎ নিয়েও ভাবনাচিন্তা শুরু করেছেন। তবে আর পাঁচটা তারকার মতো নিজের সন্তানের উপর তার খ্যাতির ভার চেপে বসুক, তা চান না তিনি। খ্যাতি-অর্থ-লাইমলাইটের মাঝেও যেন নির্বিকার তিনি। জানিয়েছেন, কোনও কিছুই তো চির দিন থাকে না। এক সময় এ সব কিছুই শেষ হয়ে যাবে।
সন্তানদের আর পাঁচটা বাবার মতো বড় করতে চান না তিনি। তাদের জন্যই নিজের গোটা সময়টা বরাদ্দ রাখতে চান।

কোহলি বলেন, ‘আমার একটা জীবন আছে। একটা পরিবার রয়েছে। ভবিষ্যতে সন্তানও হবে। আর তাদের সঙ্গেই পুরো সময়টাই কাটাতে চাই। এ নিয়ে আমার খুবই স্পষ্ট ধারণা রয়েছে। এটা একেবারে আমার মনের কথা।’

একই সঙ্গে কোহলি বলেন, ‘আমার ক্যারিয়ারের কোনও অংশই যাতে বাড়িতে না দেখা যায়, তা-ও দেখব।’ কোহালির কথায়, ‘সন্তানদের বেড়ে ওঠার সময় বাড়িতে কোনও ট্রফি, কোনও অ্যাচিভমেন্টের ছাপ থাকুক, তা চাই না!’

কোহালি আরও বলেন, ‘গত কয়েক বছরে আমি অনেক কিছুই বুঝতে শিখেছি। যখন থেকে স্ত্রী সঙ্গে রয়েছে, তখন থেকেই এটা হয়েছে। আমার মধ্যে একটা স্থিরতা এসেছে। এটা বোঝানো খুব মুশকিল। তবে তা যে আশীর্বাদ হিসেবে আমার জীবনে এসে পড়েছে, তা বলতে পারি।’

সূত্র : আনন্দবাজার

এসএ/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি