ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাপ্পা ও তানিয়াকে দুঃখী মানুষ বললেন চাঁদনী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৯, ৩১ মে ২০১৮

Ekushey Television Ltd.

নৃত্যশিল্পী চাঁদনী। তার সাবেক স্বামী গায়ক বাপ্পা মজুমদার। সম্প্রতি বাপ্পার বাগদান হয়েছে টিভি উপস্থাপক তানিয়া হোসাইনের সঙ্গে। আর এই খবর প্রকাশের সঙ্গে সঙ্গে পাল্টাপাল্টি মন্তব্য আসে দুই পক্ষ থেকে। তুমুল তর্ক বিতর্কের মাঝে এবার তানিয় ও বাপ্পাকে দুঃখী মানুষ আখ্যায়িত করেছেন চাঁদনী।
তার ভাষায়, ‘দুজন দুঃখী মানুষ একসঙ্গে হল। আমি বলি ওরা সুখে থাক।’

বাপ্পা-তানিয়ার বিয়ে নিয়ে এ কথা বলেন চাঁদনী।

তবে তার সংসার ভাঙার পেছনে তানিয়া পরোক্ষভাবেও দায়ী কিনা এমন প্রসঙ্গ উঠলে চাঁদনী বলেন, ‘আমাকে খারাপ করে কোনো মেয়ে বা ছেলে কীভাবে আগাবে?’
অনুষ্ঠানে চাঁদনী জানান, বাপ্পার সঙ্গে তার দাম্পত্য জীবনে কলহ ছিল। তাদের দাম্পত্য জীবনের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যেত।
চাঁদনী আরও বলেন, আশপাশের লোকজন তাকে নেশাখোর, তার বাচ্চা হয় না কেন- এসব নিয়ে কথা শোনাতো।
এগুলো কে ছড়াতো- এমন প্রশ্ন রেখে চাঁদনী বলেন, ‘স্বামী স্ত্রীর কথা যদি অন্য কেউ জানে, তা হলে তেমন স্বামী চাই না।’
চাঁদনী জানান, বাপ্পা কখনই তাকে অভিনয় করতে নিষেধ করেননি। কিন্তু সংসারের জটিলতার কারণে তিনি কুলিয়ে উঠতে পারছিলেন না।

তিনি বলেন, ‘আমি ক্যারিয়ারে কী মন দেব, আমার তো সংসারই ঠিকমতো হচ্ছিল না।’
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি