ঢাকা, মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪

এমা ওয়াটসনের প্রেমে ভাঙন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৯, ৩১ মে ২০১৮ | আপডেট: ১৭:০৩, ৩১ মে ২০১৮

এমা ওয়াটসনের পরিচিতি বিশ্বব্যাপি। জনপ্রিয় হ্যারি পটার চলচ্চিত্রের বদৌলতে হারমায়োনি গ্রেঞ্জারের চরিত্রে অভিনয় করে বিশ্বখ্যাতি অর্জন করেছেন এমা ওয়াটসন। বছর তিনেক আগে তিনি প্রেমে পড়েছেন। এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার বন্ধু উইলিয়াম নাইটের সঙ্গে প্রেমে জড়ান এই ব্রিটিশ তারকা।

গেল বছর সেই সম্পর্ক ভেঙে গেছে। প্রায় দীর্ঘ দু`বছর প্রেম করার পর বনিবনা না হওয়ায় এ সম্পর্ক আর টেকেনি। ছয় মাস আগে চোর্ড অভর্সট্রিটের প্রেম শুরু হয় তার। সেটি নিয়ে বেশ আলোচনাও হয়। আবারও ভাঙল এই প্রেমের সম্পর্কটাও। `দ্য সান`-এ দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, `তাদের মধ্যে কোনো যোগাযোগ হচ্ছে না এবং উভয়ই এখন একা।`

এই যুগলের প্রথম দেখা হয় ২০১৭-এর শেষের দিকে। তখন এমা তার দুই বছরের সম্পর্কের ছেদ ঘটিয়েছিলেন উইলিয়াম নাইটের সঙ্গে। এরপরই এমা-চোর্ড প্রেমে পড়েন। এই যুগলের ঘনিষ্ঠতা ছিল ঈর্ষা করার মতো। এরপর তারা লস অ্যাঞ্জেলেসে দীর্ঘসময় অতিবাহিত করেন এবং আনন্দঘন মুহূর্তের স্থিরচিত্র ধারণ করেন। এটা ছিল মাত্র কয়েক মাস আগের ঘটনা। এখন সবই স্মৃতি।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি