ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নতুন লুকে রণবীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৮, ১ জুন ২০১৮

Ekushey Television Ltd.

মাসখানেক আগে রণবীর সিং ধড়া দিয়েছিলেন অন্য লুকে। গাল ভর্তি দাড়ি, গোঁফ উধাও। শুধু থুতনিতে গোটি স্টাইলে দাড়ি রেখেছিলেন। কিন্তু এবার তাকে দেখা গেল নয়া লুকে।
অভিনেতাকে জিমের সামনে দেখা গেল নয়া অবতারে। এবার আর গালভর্তি দাড়ি নয়, বরং ‘সিংঘম’ স্টাইলে একটি গোঁফ নজরে এল। যদিও স্টাইলটি যে নিজের শখে রাখেননি বরং পরিচালক রোহিত শেট্টির নির্দেশেই রাখতে হয়েছে তা কিন্তু বোঝাই যাচ্ছে।

আসলে জুন মাস থেকে শুরু হচ্ছে রণবীরের আগামী সিনেমা ‘সিম্বা’র শ্যুটিং। সেখানে নায়ককে এরকম হট এবং ফাঙ্কি লুকেই দেখতে পাবেন তার ভক্তরা। সিনেমাটিতে রণবীরে বিপরীতে দেখা যাবে সাইফ কন্যা সারা আলি খানকে। পাশাপাশি এই সিনেমাতে অভিনয় করছেন সনু সুদ।
‘পদ্মাবত’-এর সাফল্যে পর বলিউডের ‘খিলজী’কে চলতি বছরে দেখা যাবে জোয়া আখতার পরিচালিত সিনেমা ‘গালি বয়’-তে। সিনেমাটিতে একেবারে অন্যরকম চরিত্রে পাওয়া যাবে এই অভিনেতাকে। এই সিনেমাতে রণবীরের বিপরীতে অভিনয় করছেন আলিয়া ভাট।

প্রসঙ্গত, এই সিনেমা দিয়ে প্রথমবার বড়পর্দায় একসঙ্গে আসতে যাচ্ছেন রণবীর-আলিয়া জুটি।

সূত্র : কলকাতা টুইন্টিফোর

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি