ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিয়ের জন্য ‘পাগল’ ছিলেন কারিনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৯, ১ জুন ২০১৮

Ekushey Television Ltd.

মুক্তির অপেক্ষায় ‘ভির দি ওয়েডিং’। তার আগে জোর কদমে সিনেমার প্রমোশন শুরু করেছেন কারিনা কাপুর খান, সোনাম কাপুর, স্বরা ভাস্কর এবং শিখা তালসানিয়া। সিনেমা মুক্তির আগে একটি সাংবাদিক সম্মেলনে হাজির হয়ে কারিনা যা বললেন, তা শুনে অনেকেরই চোখ কপালে উঠবে।
‘ভির দি ওয়েডিং’-এর প্রমোশনে হাজির হয়ে কারিনা বলেন, এই সিনেমায় তিনি কালিন্দির চরিত্রে অভিনয় করছেন। কিন্তু, বাস্তব জীবনে কালিন্দির সঙ্গে তার মিল অনেকাংশেই নেই। কারণ হিসেবে প্রথমে কারিনা উল্লেখ করেন বিয়ের কথা।

তিনি বলেন, বিয়ের আগে অনেকেই তাকে সাবধান করেছিলেন। বিয়ে করলে ক্যারিয়ার শেষ হয়ে যাবে। আর এটি বলে তাকে সাবধান করা হয়। কিন্তু তিনি কারও কথাই শোনেননি।
কারিনা বলেন, সব সময় ভালোবাসার প্রত্যাশী তিনি। তাই ভালোবাসার মানুষের সঙ্গে থাকার জন্য উদগ্রীব ছিলেন। সেই কারণেই বিয়ে করার জন্য প্রায় প্রায় পাগল হয়ে গিয়েছিলেন তিনি। বিয়ের আগে ক্যারিয়ার ‘তেল লে নে গ্যায়া’ বলেও তিনি প্রকাশ্যে মন্তব্য করেছিলেন বলে সিনেমার প্রমোশনে অকপট স্বীকারোক্তি কারিনার।

সূত্র : জি নিউজ
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি