ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সানির সঙ্গে লাঞ্চ ফ্রি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৫, ১ জুন ২০১৮

Ekushey Television Ltd.

নতুন খবর ছড়িয়েছে চারিদিকে। সোশ্যাল মিডিয়ার দৌলতে সেই খবর ভাইরালও হয়ে গেছে। সানিকে একঝলক কাছ থেকে দেখার জন্য যারা পাগল, তাদের জন্য সুবর্ণ সুযোগ।
জানা গেছে, ভক্তের সঙ্গে পাক্কা ২ ঘন্টা সময় কাটাবেন সানি লিওন। তবে তার জন্য পকেট একটু হালকা করতে হবে। আর এ জন্য করা হবে নিলামের আয়োজন। লাঞ্চ নিলাম। এই নিলামে যে যত বেশি দর হাঁকাতে পারবে সেই এই সুযোগ পেয়ে যাবে। সানির সঙ্গে লাঞ্চে ২ ঘন্টা সময় কাটানোর সুযোগ এটি।

তবে এই ধরনের অফার কেন দিচ্ছেন সানি জানেন? এ প্রশ্ন উঠতেই পারে। আসলে তিনি চ্যারিটির কাজের সঙ্গে যুক্ত। আর তাই এই অভিনব আয়োজন। টার্গেট প্রায় ১.৬৮ লক্ষ টাকা। নিলামে যে জিতবে সানির সঙ্গে লাঞ্চ একেবারে বিনামূল্যে খেতে পারবে। তবে একটু আধটু ওয়াইন খেতে ইচ্ছে হলে খরচ করতে হবে।
এই সুযোগ যারা পাবেন তারা সানির সঙ্গে একটি ছবিও তুলতে পারবেন। সেই সঙ্গে নিতে পারবেন তার অটোগ্রাফও৷ তবে এই কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে হলে ১৮ বছরের বেশি বয়স হতেই হবে।
সূত্র : জি নিউজ
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি