ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অভিনয় ছেড়ে নতুন পেশায় জাহ্নবী!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৬, ১ জুন ২০১৮

Ekushey Television Ltd.

অভিনেত্রী ক্যাটরিনা কাইফের খুব সকালে উঠে জিমে যাওয়া প্রতিদিনের অভ্যাস। গত মঙ্গলবার সকালেও তার ব্যাতিক্রম হয়নি। কিন্তু এদিন জিমের সামনে যেতেই চমকে উঠলেন ক্যাট। সুন্দরীর জিমে হাজির নতুন রিসেপসনিস্ট। যদিও এটা নিতান্তই মামুলী ব্যপার। তিনি অচেনা কেউ নন, বরং তার অত্যন্ত ঘনিষ্ঠ এক বন্ধু। আসলে তিনি হলেন জাহ্নবী কাপুর।

সম্প্রতি জাহ্নবী এসেছিলেন ক্যাটরিনার জিমে। এসে দেখেন রিসেপসনিস্টের চেয়ারটা খালি এবং সামনে রাখা ফোনটি বাজছে। তাই তিনি ফোন কানে নিয়ে ব্যস্ত হয়ে পড়েন কথা বলতে। আর সেই সময়ই প্রবশে করেন ক্যাটরিনা। সময়ের বিন্দুমাত্র অপচয় না করে দ্রুত ছবি তোলেন লাস্যময়ী। তারপর ইনস্টাগ্রামে আপলোড করে দেন।

সেখানে তিনি লেখেন ‘আমার জিমের মধ্যে রিসেপসনিস্ট জাহ্নবী কাপুর।’

এদিন সুন্দরী পরেছেন পিঙ্ক কালারের ফ্লোরেল প্রিন্টেট কূর্তি। চলতি বছরেই মুক্তি পেতে চলেছে জাহ্নবীর ডেবিউ ফিল্ম ‘ধড়ক’৷ সিনেমাটিতে রয়েছেন শাহিদ কাপুরের ভাই ইশান খট্টর। করণ জোহারের প্রযোজিত এই সিনেমাটি মারাঠি সিনেমা ‘সইরত’-এর রিমেক। পরিচালনায় শশাঙ্ক খৈতান।

সূত্র : কলকাতা টুইন্টিফোর

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি