ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

সানির সঙ্গে সময় কাটাতে নিলাম!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:০৮, ২ জুন ২০১৮ | আপডেট: ০০:১০, ২ জুন ২০১৮

Ekushey Television Ltd.

সানি লিওনের সঙ্গে লাঞ্চ করবেন। শুনে অবাক হচ্ছেন! কিন্তু এমনই খবর ছড়িয়ে পড়েছে চতুর্দিকে৷ সোশ্যাল মিডিয়াতে সেই খবর একেবারে ভাইরাল৷ সানিকে একঝলক কাছ থেকে দেখার জন্য যারা পাগল, তাদের জন্য এই সুবর্ণ সুযোগ৷ 

জানা গেছে, ভক্তের সঙ্গে ২ ঘন্টা নাকি সময় কাটাবেন সানি৷ তবে তার জন্য পকেট একটু হালকা করতে হবে৷ কে সময় কাটাবেন তা নির্ধারণ করতে নিলামের আয়োজন করা হবে। লাঞ্চ নিলাম! এই নিলামে যে যত বেশি টাকা দিবেন সে পাবেন সানির সঙ্গে ২ ঘন্টা লাঞ্চের সুযোগ।

সানি এ ধরণের অফার দিয়েছেন কেন জানেন কি?  আসলে তিনি চ্যারিটির কাজের সঙ্গে যুক্ত৷ আর এই চ্যারিটির কাজে তার টাকার প্রয়োজন। আর তাই এই অভিনব আয়োজন৷ টার্গেট প্রায় ১.৬৮ লক্ষ টাকা৷ যে নিলাম জিতবে সানির সঙ্গে ফ্রিতে লাঞ্চ খেতে পারবে।

এছাড়াও তার সাথে একটি ছবি তুলেতে পারবেন। সঙ্গে নিতে পারবেন অটোগ্রাফও। তবে ১৮ বছরের কম বয়সিরা এতে অংশ গ্রহণ করতে পারবে না।  

এমএইচ/এসি 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি