ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিয়ের আগেই সন্তানসম্ভবা

প্রকাশ্যে কথা বললেন নোহার বাবা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৫, ২ জুন ২০১৮

Ekushey Television Ltd.

কয়েক দিন আগেই অঙ্গদ বেদীর সঙ্গে বিয়ে হয়েছে অভিনেত্রী নেহা ধুপিয়ার। কিন্তু কোনও বড় আয়োজন নয়, বরং বেশ সাধারণ ভাবেই বিয়ে করেছেন এই তারকারা। বিয়ের পরই শুরু হয়েছে গুঞ্জন।
জল্পনা শুরু হয়েছিল, নেহা ধুপিয়া নাকি সন্তানসম্ভবা। সে কারণেই নাকি হঠাৎ করে বিয়ে করেছেন। তারকা সুলভ কোনও আড়ম্বর ছাড়াই কেন সাতপাকে বাঁধা পড়লেন নায়িকা? এ নিয়ে চলছে ব্যপক চর্চা। তবে মুখ খোলেননি অভিনেত্রী স্বয়ং।
তবে এ বার এ সব গসিপের যোগ্য জবাব দিলেন নেহার বাবা প্রদীপ সিংহ ধুপিয়া। সম্প্রতি তিনি বলেন, ‘এমন কোনও ঘটনা ঘটেনি। লোকেরা নিজের ইচ্ছে মতো কথা বলছে। তাদের ইচ্ছে মতো অপপ্রচার করছে।’
উল্লেখ্য, ঘনিষ্ঠ আত্মীয় এবং বন্ধুদের উপস্থিতিতে দিল্লির গুরুদ্বারে বিয়ে করেছিলেন নেহা-অঙ্গদ। পরে সোশ্যাল মিডিয়ায় একে অপরকে প্রিয় বন্ধু হিসেবে সম্বোধন করে এই খুশির খবর দিয়েছিলেন তারা। কিন্তু পরে যে বিয়ে নিয়ে এই গসিপ হতে পারে, তা কেউই ভাবেননি।

সূত্র : আনন্দবাজার

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি