ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আলিয়ার বিষয়ে বেশ সিরিয়াস রণবীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫০, ২ জুন ২০১৮

Ekushey Television Ltd.

ক্যারিয়ার তো বটেই। লাভ লাইফ নিয়েও চলছে তুমুল আলোচনা। বলছি রণবীর কাপূর এবং আলিয়া ভাটের কথা। এর আগে রণবীরের সঙ্গে নাম জড়িয়েছে দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ বা মাহিরা খানের। অন্যদিকে, আলিয়ার সঙ্গে সিদ্ধার্থ মলহোত্রার সম্পর্কের গসিপও শোনা গেছে। কিন্তু কিছুদিন ধরেই বলিউডে নয়া গুঞ্জন রণবীর এবং আলিয়াকে ঘিরে। মনে হচ্ছে সত্যিই প্রেমের সম্পর্কে জড়িয়েছেন এই জুটি।

এই সম্পর্ক নিয়ে এতদিন প্রকাশ্যে মুখ খোলেননি কেউই। বরং জল্পনা বাড়তে দিয়েছেন দু’জনেই। এর আগে রণবীরকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, ‘আলিয়ার সঙ্গে সম্পর্কটা এতটাই নতুন যে এটা নিয়ে এখনই কিছু বলার নেই।’

কিন্তু সেই সম্পর্ক নিয়ে সম্প্রতি রণবীর সাংবাদিকদের বলেন, ‘আসলে নতুন মানুষ। অনেক উত্তেজনা নিয়ে এই সম্পর্ক শুরু হয়েছে। তবে আমার মনে হয় এখন আমি অনেক ব্যালান্সড। রিলেশনশিপের মূল্য অনেক বেশি দিতে পারি এখন।’
উল্লেখ্য, অয়ন মুখোপাধ্যায় পরিচালিত আসন্ন ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমাতে অনস্ক্রিন দেখা যাবে রণবীর-আলিয়া জুটিকে। এর শুটিং থেকেই তাদের সম্পর্কের গুঞ্জন শুরু হয়। রণবীরের সঙ্গে কাজ করাটা আলিয়ার কাছে নাকি ছিল স্বপ্ন সত্যি হওয়া। কিন্তু রণবীরের কাছে এই সম্পর্কটা হয়তো সহকর্মীর থেকেও কিছু বেশি। তার সাম্প্রতিক মতামত শুনে তেমনটাই মনে হচ্ছে।
সূত্র : আনন্দবাজার
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি