ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঈদ ইত্যাদিতে দুটি মিউজিক্যাল ড্রামা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৯, ২ জুন ২০১৮

Ekushey Television Ltd.

প্রতিবারের মত এবারও ঈদে ‘ইত্যাদি’ নিয়ে আসছে নতুন চমক। দীর্ঘ প্রায় তিন যুগ ধরে নন্দিত নির্মাতা হানিফ সংকেত ‘ইত্যাদি’তে তার ভাবনার চমক দেখিয়ে চলেছেন। অন্যান্য চমকের পাশাপাশি এবারের আয়োজনে থাকছে দুটি মিউজিক্যাল ড্রামা। ঈদ উপলক্ষে দোকানে দোকানে মূল্যহ্রাস প্রতারণা এবং পার্লারগুলোর ঈদ রূপসজ্জার ওপর এটি নির্মিত হয়েছে।
এর একটিতে অভিনয় করেছেন ইমন ও কুসুম শিকদার এবং অন্যটিতে প্রতীক হাসান ও কণা।
ইমন বললেন, ‘ইত্যাদিতে ডাক পেলে আনন্দ পাই। কারণ, দেশের সেরা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারার মজাটাই আলাদা।’

প্রতীক হাসান বলেন, ‘ইত্যাদির মাধ্যমেই প্রথম দর্শকদের সামনে এসেছি। এবারও কাজ করেছি, এটা আমার জন্য বড় পাওয়া।’

কণা বললেন, ‘আমি অত্যন্ত ভাগ্যবান—এই অনুষ্ঠানে গেয়েছি, নেচেছি, এবার অভিনয়ও করলাম। জয়তু ইত্যাদি।’
হানিফ সংকেত জানান, বিটিভির ঈদ অনুষ্ঠানমালায় ঈদের বিশেষ ‘ইত্যাদি’ প্রচার হবে ঈদের পরদিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর।

অনুষ্ঠানটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। প্রচারিত হবে যথারীতি কেয়া কসমেটিকস লিমিটেডের সৌজন্যে।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি