ঢাকা, মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪

নতুন প্রেমিকের সঙ্গে ডেটে গেলেন প্রিয়াঙ্কা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৬, ২ জুন ২০১৮

কেরিয়ারের শুরুর দিকে শোনা গিয়েছিল তিনি নাকি অক্ষয় কুমারের প্রেমিকা। আবার অনেকে বলেন, তিনি শাহরুখ খানকে ভালবাসেন বলে কখনও নাকি বিয়েই করবেন না! এ হেন প্রিয়াঙ্কা চোপড়া নাকি প্রেমে পড়েছেন।

দিন কয়েক আগেই মার্কিন গায়ক নিক জোনসের সঙ্গে নাম জড়িয়েছিল প্রিয়াঙ্কার। এই দুই তারকা ডেট করছেন কিনা তা নিয়ে গসিপ হয়েছিল। ফের একবার এক সঙ্গে পাপারাত্‌জিদের ক্যামেরাবন্দি হলেন এই দুই তারকা।

গত বৃহস্পতিবার রাতে নাকি ডিনারে গিয়েছিল নিক এবং প্রিয়াঙ্কা। ওয়েস্ট হলিউডে ‘টোকা মাদেরা’ রেস্তোরাঁয় রাত আটটা নাগাদ পৌঁছন যুগল। আগে থেকেই বুকিং ছিল।

অন্য এক সূত্র জানিয়েছেন, সে দিন রেস্তোরাঁয় গল্পে মশগুল ছিলেন এই কাপল। অন্য কোনও দিকে নজর ছিল না তাদের। গত উইকেন্ডে ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে নাকি পার্টিও করেছিলেন প্রিয়াঙ্কা-নিক।

গত বছর ‘মিট গালা রেড কার্পেট’-এ প্রথম প্রকাশ্যে এক সঙ্গে দেখা যায় এই জুটিকে। রাল্ফ লাউরেনের পোশাকে নজর কেড়েছিলেন তারা। সে সময় নিককে প্রিয়াঙ্কা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে নিক শুধু বলেন, ‘প্রিয়াঙ্কা ভালো মানুষ’। অন্যদিকে প্রিয়াঙ্কা বলেছিলেন, ‘আমরা দু’জনে রাল্ফের পোশাক পরব ঠিক করেছিলাম, সেটাই পরেছি। মজা হয়েছে।’

তথ্যসূত্র: আনন্দবাজার।

এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি