ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আবারও বিতর্কে পুনম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪০, ৩ জুন ২০১৮ | আপডেট: ০৯:৪৪, ৩ জুন ২০১৮

Ekushey Television Ltd.

সাদ-কালো চেকস অন্তর্বাস পরে ‘নটি ফিফা’ নিয়ে হাজির হলেন মডেল পুনম পাণ্ডে। ঘোষণা দিলেন তার নতুন শো ‘নটি ফিফা ২০১৮’র। শো টিতে ফুটবলের ডাই-হার্ড ফিমেল ফ্যানরে নিজেদের ইচ্ছা, প্যাশন, ভালোবাসা প্রকাশ করবেন। যদিও পুরো ভিডিও’র ফোকাসে ছিল পুনমের শরীরি আবেগ। পুনম শোটির গ্র্যান্ড টিজার আপলোড করেছেন নিজের সোশ্যাল মিডিয়ায়। স্বাভাবিকভাবেই মহিলাদের তুলনায় পুরুষরাই বেশি উৎসাহ নিচ্ছে এই ফুটবল রিলেটেড শো’য়ের জন্য৷
তবে ভিডিওতে পুনম একা নন, রয়েছেন আরও একজন। কমেডি শো ‘কমিক সুত্রা’র ফাউন্ডার নিতিন মিরানি। শোনা গেছে, নিতিন থাকবেন শোয়ের হোস্ট হিসেবে। এই স্টান্ড-আপ কমেডিয়ানের সঙ্গে পুনম নিজের ফুটবল কেন্দ্রিক শো’য়ের সূচনা করবেন।
ভিডিওটি মুক্তি পাওয়ার পর থেকেই পুনমের পুরুষ ভক্তরা বেশি রিপ্লাই করেছেন। এমনকি পাণ্ডের প্রতিটি সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে বৃদ্ধি পাচ্ছে ফোলোয়ারের সংখ্যা।
সূত্র : কলকাতা টুইন্টিফোর
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি