ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আবারও জুটি হচ্ছেন অক্ষয়-কারিনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৯, ৩ জুন ২০১৮

Ekushey Television Ltd.

‘এতরাজ’, ‘তাশান’, ‘কামবাখত ইশক’, ‘গাব্বার ইজ ব্যাক’-এর মতো অসংখ্য সিনেমাতে জুটি বেঁধে অভিনয় করেছেন তারা। এবার আরও একটি সিনেমাতে একসঙ্গে দেখা যাবে অক্ষয় কুমার ও কারিনা কাপুর খান জুটিকে।
নতুন একটি সিনেমা প্রযোজনা করতে যাচ্ছেন করণ জোহর। যেখানে প্রধান নারী চরিত্রে কারিনাকে বেছে নিয়েছেন তিনি। আর বলিউডের এই অভিনেত্রীর বিপরীতে দেখা যাবে অক্ষয় কুমারকে। চলতি বছরের শেষে শুরু হবে নতুন এ সিনেমাটির শুটিং।

এ প্রসঙ্গে করণের একটি ঘনিষ্ঠসূত্র জানান, কারিনার বিপরীতে সিদ্ধার্থ মালহোত্রাকে নিতে চেয়েছিলেন নির্মাতারা। কিন্তু পর্দায় অক্ষয়-কারিনা জুটির জনপ্রিয়তার বিষয়টি মাথায় রেখে সিদ্ধান্ত পরিবর্তন করেন তারা। অক্ষয়-কারিনা ছাড়াও এ ছবিতে শ্রীদেবীকন্যা জানভি কাপুরও অভিনয় করবেন।
সূত্র : এনডিটিভি
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি