ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

সানী-মিশা দ্বন্দ্ব চরমে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৯, ৩ জুন ২০১৮

চিত্রনায়ক ওমর সানী। বাংলা সিনেমার, বিশেষ করে ঢালিউডের অন্যতম জনপ্রিয় নায়ক। অপরদিকে মিশা সওদাগর। ঢালিউড ইন্ডাষ্ট্রির জনপ্রিয় খল অভিনেতা। শিল্পী সমিতির সভাপতি তিনি। যদিও পর্দায় দুজনার চরিত্র সব সময় বিপরিত কিন্তু একটা সময় ছিল যখন তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। বর্তমানে সেই সম্পর্কে টানাপড়েন চলছে। প্রায় ই দুজন বিভিন্ন ইস্যু নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়ছেন।

বিশেষ করে শিল্পী সমিতির নির্বাচনের পর থেকেই ওমর সানি ও মৌসুমীর সঙ্গে সমিতির দুরত্ব বেড়েছে। এরই মধ্যে হয়ে গেলো শিল্পী সমিতির ইফতার। এটিকে ঘিরে ওমর সানী নতুন সংকটের আভাস দিয়েছেন ফেইসবুক লাইভে।

এ বিষয়ে ওমর সানী বলেন, ‘সমিতিতে ইফতার হয়েছে। আমরা খাওয়াটা খাইনি। এটাই সমাধান। এমনও না যে, উনারা ইফতার পাঠিয়ে দিয়েছেন। আমি তো বলি, ভাই কেন তোরা আমাদের এতো জ্বালাস? আমরা একটু খেলে কি তোদের ইফতার কমে যাবে? আমরা ইফতারে যদি না যাই তাহলে সব শিল্পীরা মনে করবে, মৌসুমী-ওমর সানী আমাদের সঙ্গে চলাফেরা করে না। আমরা যেন চলতে না পারি এই কারণেই হয়ত আমাদের দাওয়াত দেওয়া হয় না।’

শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগরের সঙ্গে একাধিকবার বাকযুদ্ধে জড়ান ওমর সানী। কিন্তু একটা সময় ছিল যখন দুজনই খুব ঘনিষ্ট ছিলেন।

ওমর সানী বলেন, ‘আমরা চাচাতো ভাই ছিলাম, এখন ফুফাতো ভাই হয়ে গেছি। আজকে এক সাংবাদিক আমাকে বলল, ইফতারের বিষয়টি নিয়ে প্রশ্ন করলে, মিশা নাকি আমার ব্যাপারে বলেছে, ‘ও তো হেরে গেছে। এ কারণে পাগল হয়ে গেছে।’ এসব শব্দ শোনার পর ওর সঙ্গে কীভাবে বসবাস করব?’

মিশা সওদাগরের সঙ্গে সম্পর্কের জটিলতা প্রসঙ্গে সানী বলেন, ফাটলের কথা অনেক দীর্ঘ। নির্বাচনকে কেন্দ্র করে। ওর নির্বাচন করার কথা ছিল না। হুট করে দাঁড়িয়ে গেছে। একদিন আমিন খানের বাসার নিচে প্রকাশ্যে প্রচণ্ড রকমের অপমান করে আমাকে। বলে, ‘তুই কোন আমলে স্টার ছিলি? কোন আমলে প্রথম সারির হিরো ছিলি?’

এতে আমি খুব অসন্তুষ্ট হয়েছি। এই বিষয় নিয়েই ওর সঙ্গে আমার দূরত্ব। শুধু তাই নয় ও মৌসুমীকে ‘বুড়ি’ বলেছে। এটা কি কোনো শব্দচয়ন?’

এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে সানী অভিনিত চলচ্চিত্র ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’।

এই সিনেমাটি নিয়ে তিনি বলেন, ‘দর্শকদের প্রত্যাশার বড় একটা অংশজুড়েই থাকেন শাকিব খান। সিনেমাতে শাকিব খান আছেন। তারপরে মৌসুমী আছেন। উনারা সুপারস্টার। আমি আছি, বুবলি আছে। কাজী হায়াৎ সাহেব আছেন। উনারা চলচ্চিত্রের অলংকার।

এটি আঞ্চলিক ভাষার কমেডি-অ্যাকশন মুভি। হয়তোবা সিনেমাটি দেখে মজা পাবে মানুষ। আমার মনে হয়, ঈদে দর্শকরা মজা পাওয়ার জন্যই সিনেমা হলে যায়। ঈদের সিনেমা হিসেবে এই ধরনের চলচ্চিত্রকেই অগ্রাধিকার দেওয়া উঠিত। পুরো সিনেমাটি দেখিনি এখনও। বিক্ষিপ্তভাবে কাজ করেছি। পুরো সিনেমাটি দেখলে বিচার-বিশ্লেষণটা ভালোভাবে করতে পারতাম। শাকিবের গানগুলো দেখেছি। সবকিছু মিলিয়ে খারাপ হয়নি, ভালো হয়েছে অবশ্যই। আমার মনে হয় এটি ভালো দর্শক পাবে।

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি