ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মালয়েশিয়ায় সিমের শুভেচ্ছাদূত ফারিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৭, ৪ জুন ২০১৮

Ekushey Television Ltd.

লাক্স তারকা ফারিয়া শাহরিন। তরুণ প্রজন্মের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী। বর্তমানে মালয়েশিয়ার এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন তিনি। সেখানেই থাকেন তিনি। মাঝে মাঝে ছুটিতে দেশে আসেন।

নতুন খবর হচ্ছে- মালয়েশিয়ায় বিডি ফোন নামে একটি বাংলাদেশি মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানের নতুন সিমের শুভেচ্ছাদূত নিযুক্ত হয়েছেন তিনি। সম্প্রতি প্রতিষ্ঠানটির সঙ্গে শুভেচ্ছাদূত হিসেবে এক বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ফারিয়া শাহরিন।

এ ব্যাপারে ফারিয়া বলেন, ‘দেশের বাইরে এসে কোনও প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করছি এটা আমার জন্য অনেক ভালো লাগার। প্রতিষ্ঠানটির নতুন সিম শুধু বাংলাদেশি অধিবাসীদের জন্য বাজারে ছাড়া হচ্ছে। আপাতত আমি মালয়েশিয়াতেই আছি, তাই কাজটি করতে খুব একটা সমস্যা হবে না।’

চুক্তি অনুযায়ী পণ্যটির কয়েকটি বিজ্ঞাপন ও স্থিরচিত্রে মডেল হিসেবে কাজ করতে হবে ফারিয়াকে। সব কিছু ঠিক থাকলে আগামী ২৭ জুলাই মুঠোফোনের এই সিম বাজারে আসবে।

উল্লেখ্য, ২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন ফারিয়া শাহরিন।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি