ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

কে কত পারিশ্রমিক পাচ্ছেন ‘সঞ্জু’তে!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৯, ৪ জুন ২০১৮

মুক্তির প্রতিক্ষায় ‘সঞ্জু’। এ সিনেমার জন্য অনেক কাঠখড়ই পোড়াতে হয়েছে রণবীর কপূরকে। এমনটা হওয়ারই কথা। ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে দর্শকও বুঝেছেন যে ‘সঞ্জু’ই রণবীরের জীবনের টার্নিং পয়েন্ট হতে যাচ্ছে। কিন্তু এমন হাড়াভাঙা পরিশ্রমের জন্য কত পারিশ্রমিক নিয়েছেন রণবীর? আর সিনেমার বাকিরাই বা কত পেয়েছেন? সেই অঙ্কের হিসেবটা জেনে নেওয়া যাক-

তব্বু

ছোট্ট একটা ক্যামিও চরিত্রে দেখা যাবে তব্বুকে। তবে রোলটা ছোট্ট হলেও টাকার অঙ্কটা কিন্তু বিরাট। ‘সঞ্জু’র ওই ছোট চরিত্রটির জন্যই তব্বু নাকি নিয়েছেন ৬০ লক্ষ টাকা।

কারিশ্মা তন্না

মাধুরী দিক্ষিতের ভূমিকায় এই সিনেমাতে দেখা যাবে কারিশ্মা তন্নাকে। সঞ্জয় দত্তের জীবনে যে কতটা জায়গা জুড়ে মাধুরী ছিলেন, তাই মূলত ফুটিয়ে তুলবেন টেলিভিশনের জনপ্রিয় মুখ কারিশ্মা। সিনেমার প্রযোজকদের মতে ‘সঞ্জু’তে মাত্র ১০-১৫ মিনিটের জন্য দেখা যাবে কারিশ্মাকে। আর এই স্বল্প সময়ের জন্য কারিশ্মার পারিশ্রমিক নাকি ১ কোটি টাকা।

পরেশ রাওয়াল

সিনেমাতে সঞ্জয় দত্তের বাবা সুনীল দত্তের ভূমিকায় দেখা যাবে পরেশ রাওয়ালকে। আর সেই চরিত্রে অভিনয় করতে নাকি ২-৩ কোটি টাকা নিয়েছেন পরেশ রাওয়াল।

মনীষা কৈরালা

অভিনেত্রী মনীষা কৈরালা আবার অনেক দিন পরে ফিরছেন ‘সঞ্জু’র হাত ধরে। সিনেমাতে নার্গিস অর্থাৎ সঞ্জয় দত্তের মায়ের ভূমিকায় দেখা যাবে মনীষাকে। আর তার জন্য মনীষা নাকি নিয়েছেন ৩ কোটি টাকার কাছাকাছি।

দিয়া মির্জা

কামব্যাক করছেন দিয়া মির্জাও। সঞ্জয় দত্তের বর্তমান স্ত্রী মান্যতা দত্তের ভূমিকায় অভিনয় করেছেন দিয়া। আর এই রোলটির জন্য দিয়া নিয়েছেন ৩ কোটি টাকা।

সোনম কাপূর

টিনা মুনিম অম্বানী অর্থাৎ সঞ্জয়ের জীবনের প্রথম গার্লফ্রেন্ডের চরিত্রে দেখা যাবে সোনম কাপূরকে। ৬ কোটি টাকা নিয়েছেন সোনম এই চরিত্রটির জন্য।

রণবীর কাপূর

এই সিনেমার সব থেকে বড় ফ্যাক্টর রণবীর কাপূর। প্রযোজক বিধু বিনোদ চোপড়া এবং রাজ কুমার হিরানি আয়োজনের কোনও ত্রুটি রাখেননি রণবীরের জন্য। সিনেমার জন্য কঠিন পরিশ্রম তো করতেই হয়েছে রণবীরকে। আর এই সব কিছুর জন্যই রণবীর নাকি নিয়েছেন ২৫ কোটি টাকা।

সূত্র : আনন্দবাজার

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি