ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মুক্তি পেল ‘সঞ্জু’র প্রথম গান (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৩, ৪ জুন ২০১৮

Ekushey Television Ltd.

অভিনেতা সুনীল দত্ত বলতেন তার ছেলে নাকি গানে একেবারেই লিপ মেলাতে পারেন না। সেই কথাই ভুল প্রমাণ করেছেন ‘সঞ্জু। সঞ্জয় দত্তের বায়োপিকের প্রথম গান মুক্তি পেতেই ভিউজ ছাড়িয়েছে ৪২ লক্ষ। ‘ম্যাঁয় বদিয়া তু ভি বদিয়া গানটিতে ৮০’র দশকের লুকে দেখা দিলেন রিলের সঞ্জয় দত্ত অর্থাৎ রণবীর কাপুর। নীল রঙের ডিজেল জ্যাকেট, লম্বা চুল, শরীরি কায়াদায় রণবীরকে অবিকল সঞ্জয় দত্তই লাগছে।

‘বাবা ভাবেন, আমি গানের সঙ্গে লিপ ম্যাচ করাতে পারি না। একদমই ভুল ভাবেন।’- গানটি শুরু হয় রণবীরের এই ডায়লগটি দিয়ে। রেস্টুরেন্টের সিক্যুয়েন্সে শ্যুট করা হয়েছে গানটি। যেখানে ছোট্ট একটি গোল স্টেজের ওপর একজন মহিলা এবং একজন পুরুষ দাঁড়িয়ে। তারা ওই রেস্টুরেন্টের গায়ক-গায়িকা। দুই সিঙ্গারের সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে ব্যান্ড। সেই ব্যান্ডকে সুপারভাইজ করার জন্য উপস্থিত আরেকজনও। তারা গান শুরু করতেই তাদের গানে গলা মেলাতে শুরু করলেন রণবীর। পুরুষের গলায় তো লিপ মেলালেনই, সঙ্গে মহিলার গানেও লিপ সিঙ্ক করতে দেখা গেল তাকে৷ গানটির এমন বিভিন্ন দৃশ্যে রসিকতা খুঁজে পেয়েছেন দর্শক।

চলতি বছর ২৯ জুন মুক্তি পাবে সিনেমাটি৷

 

সূত্র : কলকাতা টুইন্টিফোর

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি