ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অমিতাভ-জয়ার বিবাহবার্ষিকীতে অ্যাশের বার্তা  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৯, ৪ জুন ২০১৮ | আপডেট: ১৭:৪৯, ৪ জুন ২০১৮

Ekushey Television Ltd.

বচ্চন পরিবারের মধ্যে সম্পর্কের অবণতি ঘটেছে অনেক দিন ধরেই এমন কথা শোনা যাচ্ছিল। পুত্র বধু অ্যাশ এর সঙ্গে তেমন ভালো বনিবনা হচ্ছে না। পাশাপাশি ননদ শ্বেতার সঙ্গেও তার সম্পর্ক তেমন একটা ভালো নেই। কিন্তু সেই তথ্য নিজেই উড়িয়ে দিলেন অ্যাশ। জয়া ও অমিতাভের বিবাহবার্ষিকীতে শ্বশুর-শাশুড়িকে শুভেচ্ছা জানিয়ে তিনি পোস্ট করেন একটি ছবি। যে ছবিই নিন্দুকদের মুখের ওপর জবাব দিয়ে দিয়েছে।    

সবেমাত্র ইন্সটাগ্রামে প্রোফাইল খুলেছেন ঐশ্বর্য রাই। আর সেখানে মেয়ে আরাধ্যার সঙ্গে ছবি পোস্ট নিয়ে কিছুদিন আগেই বিতর্ক তৈরি হয়। এবার সেই ইনস্টাগ্রামেই আবার অ্যাশ পোস্ট করেছেন শ্বশুর ও শাশুড়ির ছবি। বলা ভালো তাদের সুখী পরিবারের ছবি। ছবিতে অমিতাভ কন্যা শ্বেতা নন্দার ছেলে অগস্ত্যাকে যেমন দেখা গেল। তেমনই হাসি খুশি মেজাজে রয়েছেন জয়া ও অমিতাভ। সঙ্গে ঐশ্বর্য ও নাতনি আরাধ্যা। সমালোচকদের মুখ বন্ধ করার জন্য এই ছবিই যথেষ্ট বলে দাবি অনেকের।  

এর আগে, সোশ্যাল মিডিয়ায় অমিতাভ ও জয়াকে শুভেচ্ছা বার্তা জানান জুনিয়ার বচ্চন অভিষেক। তিনি ও এই তারকা দম্পতির একটি সুখের সময়ের ছবি পোস্ট করেন। যে ছবিতে জয়া ও অমিতাভ দুজনকেই হাসি খুশি থাকতে দেখা যায়। পোস্ট-টিতে অভিষেক ব্যবহার করেছেন অমিতাভ-জয়া অভিনীত ছবি `অভিমান` ছবিটির একট দৃশ্য।

এসি   

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি