মিশা-জায়েদের সঙ্গে দ্বন্দ্ব ঘুচানোর ঘোষণা সানীর
প্রকাশিত : ১২:২৮, ৫ জুন ২০১৮
মিশা-জায়েদের সঙ্গে একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানীর দ্বন্দ্বের বিষয়টি ওপেন সিক্রেট। এক টেলিভিশন প্রোগ্রামে ‘মিশা-পূর্ণিমার ধর্ষণকাণ্ডে’মৌসুমীকে জড়ানোর পর ক্ষোভ প্রকাশ করেন সানী।
সেই বিতর্কের অবসান না হতেই ফের আলোচনায় মিশা-সানী দ্বন্দ্ব। এবারের দ্বন্দ্ব চলচ্চিত্র শিল্পী সমিতির ইফতার পার্টিতে মিশা দাওয়াত না দেওয়া প্রসঙ্গে।
প্রসঙ্গত, সর্বশেষ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি পদে নির্বাচন করে হেরে যান মিশা সওদাগারের কাছে। সম্প্রতি মিশা ফেসবুক লাইভে এসে অভিযোগ করেন তাঁকে ও মৌসুমীকে ইফতারের দাওয়াত দেওয়া হয়নি। এটাকে অসম্মানজনক হিসেবেই দেখছেন এই অভিনেতা।
ওমর সানী বলেন, আমি ইচ্ছা করে কারো সঙ্গে শত্রুতা করতে চাই না। আমি উপলব্ধি করেছি আসলে জীবনটা কি। যেকোনো মুহূর্তে যে কেউ মারা যেতে পারে। এই তো কিছুদিন আগে আমি হার্ট-এর সমস্যা হাসপাতালে ভর্তি হয়। তখন বিষয়টি বুঝতে পারি, আজকে আছি কালকে নাই। কারো সঙ্গে দ্বন্দ্ব করে কী হবে?
তিনি বলেন, আমি চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য। মৌসুমীও সদস্য। তারা আমাকে দাওয়াত দেয়নি। আমি যাই বা না যাই। তারা তো অন্তত দাওয়াত কার্ড দিতে পারতো। জায়েদ খান বলছে সে বাসায় আসছিল। কিন্তু বাসায় আসছিল আমাকে একটা ফোন দিতে পারেনি?
ওমর সানী বলেন, জায়েদ আমার শত্রু না, মিশা আমার শত্রু না। আমি কেন বিভাজন তৈরি করবো? আমি কেন মিশার সঙ্গে অভিনয় করবো না, জায়েদের সঙ্গে অভিনয় করবো না? হাজার বার আমি তাঁদের সঙ্গে অভিনয় করবো। বিভাজনের জন্য নয় আমি শুধু ভুলটা দেখিয়ে দেয়ার চেষ্টা করেছি। আমি বলেছি এটা ভুল হয়েছে।
/ এআর /