ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সমালোচনার মুখে প্রিয়াঙ্কা চোপড়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৪, ৫ জুন ২০১৮ | আপডেট: ২০:১৯, ৫ জুন ২০১৮

Ekushey Television Ltd.

ভারতবিরোধী বার্তা দেয় এমন এপিসোডে অভিনয় করতে রাজি হওয়ায় প্রিয়াঙ্কা চোপড়ার বিরুদ্ধে তার ভক্ত ও দর্শকরা ক্ষোভ প্রকাশ করেছেন। চলতি মাসের ১ জুন সম্প্রচারিত হওয়া এপিসোডে দেখানো হয়েছে ম্যানহাটানে বিস্ফোরণের ছক কষছেন কয়েকজন ভারতীয়। বিস্ফোরণের পর পুরো ঘটনার দায় পাকিস্তানের দিকে ঠেলে দিতে চান তারা।

এই এপিসোড প্রকাশ পাওয়ার পর হতে বিতর্কের কেন্দ্রে চলে আসে প্রিয়ঙ্কা চোপড়া। কেন ভারতবিরোধী এপিসোডে কাজ করতে রাজি হলেন প্রিয়াঙ্কা সে প্রশ্ন জুরে দিয়েছেন ভক্তরা।

কোয়ান্টিকোয় অ্যালেক্স প্যারিশ নামে এক এফবিআই এজেন্টের চরিত্রে অভিনয় করছেন তিনি। এই সিজনের পরই অফ এয়ার হতে চলেছে কোয়ান্টিকো। শো এর রেটিং এখন আগের চেয়ে অনেকটাই কম। কোয়ান্টিকোর একটা বড় অংশের দর্শক প্রিয়াঙ্কার জন্য এই টিভি সিরিজ দেখেন। এবার তারাও পিছপা হচ্ছেন।

 

এমএইচ/ এসএইচ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি