ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ক্যাটরিনার বোন ইসাবেলার প্রেমের গুঞ্জন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১৮, ৫ জুন ২০১৮ | আপডেট: ০০:০৪, ৬ জুন ২০১৮

Ekushey Television Ltd.

বেশ কিছুদিন ধরেই ক্যাটরিনার বোন ইসাবেল কাইফকে নিয়ে জোর আলোচনা চলছে বলিউডপাড়ায়। শোনা যাচ্ছে খুব শীঘ্রই নাকি তার বলিউডে অভিষেক ঘটতে চলেছে। পাশাপাশি এও শোনা যাচ্ছে যে অনীল কাপুরের ছেলে হর্ষবর্ধন কাপুরের সঙ্গে ডেট করছেন তিনি৷ তবে সম্প্রতি সব জল্পনাকে সত্যি করলেন দুই লাভ বার্ডস৷

সম্প্রতি ইসাবেলকে দেখা গেল হ্যান্ডসাম হর্ষবর্ধন কপূরের সঙ্গে। দিনকয়েক আগে তিনি এবং হর্ষবর্ধন মুভি ডেটে বেরিয়েছিলেন। প্রসঙ্গত, হর্ষবর্ধনের সিনেমা ‘ভবেশ জোশী’ ১ জুন মুক্তি পেয়েছে। ইসাবেলা এবং হর্ষবর্ধন একইসঙ্গে সেই সিনেমা দেখতে গিয়েছিলেন।   

তাদের দুজনকে একই গাড়িতে দেখা যায়। এই প্রেম যে অনেকদিনের তা কিন্তু দুজনের ঘনিষ্ঠ জনরা জানেন৷ ইসাবেল কাইফকে হর্ষবর্ধনের বোন সোনাম কপূরের বিয়ের রিসেপসনেও দেখা গিয়েছিল। যদিও সেই সময় অবশ্য হর্ষবর্ধনের সঙ্গে ইসাবেলার কোনো ছবি প্রকাশ্যে আসেনি।       

এদিকে বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে সোনমের ভাই হর্ষবর্ধন কাপুরের ছবি ‘ভাবেশ যোশী সুপারহিরো’৷ ‘বীরে দি ওয়েডিং’ এবং এই ছবিটি একই দিনে মুক্তি পায়৷ ইতোমধ্যে সোনমের মুভি রমরমিয়ে ব্যবসা করছে বক্সঅফিসে৷ কিন্তু সেখানে কনটেন্ট ভালো থাকা সত্ত্বেও বিক্রমাদিত্য মোতওয়ানে পরিচালিত এই থ্রিলার অ্যাকশন মুভি মাত্র ৩ কোটি টাকা আয় করেছে৷

এমএইচ/এসি 

  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি