ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রচণ্ড বিরক্ত মম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৪, ৬ জুন ২০১৮ | আপডেট: ০৯:০৫, ৬ জুন ২০১৮

Ekushey Television Ltd.

জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত রায়হান রাফির পরিচালনায় ‘দহন’ চলচ্চিত্রে অভিনয় করবেন না বাঁধন। তার বদলে ওই চরিত্রে নাম উঠে আসে চিত্রনায়িকা পূর্ণিমার। কিন্তু চলচ্চিত্রটিতে অভিনয়ের ব্যাপারে যখন তার সঙ্গে কথা চূড়ান্ত- তখনই আগাম সংবাদ প্রকাশের জের ধরে মত ফিরিয়ে নেন পূর্ণিমা। অন্যের ছেড়ে দেয়া সিনেমাতে চলচ্চিত্রে ফিরবেন পূর্ণিমা-এমন তকমা নিতে চাইছেন না নায়িকা। এদিকে নতুন সংকটে পড়া জাজ এর ‘দহন’ সিনেমায় আলোচিত ওই নায়িকা চরিত্রটিতে অভিনয়ের জন্য নাম এলো মম’র। যদিও এমন খবর যখন হাওয়ায় উড়ছে মম তখন বিষয়টি নিয়ে চুপ রয়েছেন। তবে এবার জানালেন তার চুপ থাকার কারণ। এদিকে জাজের পক্ষ থেকে বলা হয়েছে- আর ভুল নয়, আগে শুটিং পরে নায়িকার নাম উন্মোচন হবে। 
এ প্রসঙ্গে জানতে চাইলে মম বলেন, ‘আমি নামসর্বস্ব কিছু অনলাইন নিউজ পোর্টালের ওপর প্রচণ্ড বিরক্ত হয়ে আছি। আমার সঙ্গে কথা না বলেই তারা নিউজ করছে। আমি এখন ঈদের কাজ নিয়ে দারুণ ব্যস্ত। আমি চেয়েছিলাম নতুন কাজ নিয়ে ঈদের পর সুন্দর করেই ঘোষণা দিবো।’
নামসর্বস্ব কিছু অনলাইন পোর্টাল তার বক্তব্য না শুনেই নিউজ করেছে। এসব পোর্টালের বিষয়ে অভিনেত্রী বলেন, ‘স্বনামধন্য কোন নিউজ পোর্টাল ছাড়া অন্য কোন পোর্টালের সংবাদ পড়বেন না, বিশ্বাস করবেন না। পড়লে তা নিজ দায়িত্বে পড়বেন।’
এদিকে, সোমবার থেকে শুরু হয়েছে ‘দহন’ চলচ্চিত্রের শুটিং। চলচ্চিত্রটির প্রযোজক আবদুল আজিজ জানান, এফডিসিতে চলচ্চিত্রটির শুটিং এ অংশ নিয়েছেন পূজা ও সিয়াম। নতুন নায়িকা শুটিং এ অংশ নেয়ার আগে তার নাম বলতে চান না তিনিও।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি