ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ক্যাটরিনার বিশ্বাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩১, ৬ জুন ২০১৮

Ekushey Television Ltd.

বলিউডের অন্যতম আলোচিত জনপ্রিয় তারকা ক্যাটরিনা কাইফ। যিনি সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ। তবে ক্যাটরিনার সাম্প্রতিক সোশ্যাল সাইটে একটি পোস্টে বেশ গুঞ্জন সৃষ্টি করেছে। ওই পোস্টে লেখা, ‘আমি তখনই বিশ্বাস করব যখন আমি দেখব, অথবা আমি তখনই দেখব যখন এটা বিশ্বাস করব।’

সম্প্রতি রণবীর কাপুর এবং আলিয়া ভাটের প্রেমের গুঞ্জন বলিউড পাড়ায় ঘুরছে। কয়েকদিন আগেই একটি সাক্ষাৎকারে রণবীর বলেই ফেলেছিলেন যে, তাদের সম্পর্কটা এখন একেবারে নতুন তাই তিনি এ বিষয় কোনো কথাই বলতে চান না। তাই দুয়ে দুয়ে চার করে নিতে সাইবারবাসীর তেমন সময় লাগেনি। এদিকে ক্যাটরিনা ব্যস্ত তার নতুন সিনেমা ‘জিরো’ নিয়ে। যেখানে একজন অভিনেত্রীর ভূমিকায় দেখা যাবে তাকে। আনন্দ এল রাইয়ের এই সিনেমাতে শাহরুখ খান, আনুশকা শর্মা এবং মাধবনও অভিনয় করছেন।

‘জিরো’ ছাড়া ‘ঠগস অব হিন্দুস্তান’-এ ক্যাটরিনাকে একটি ছোট চরিত্রে দেখা যাবে। এ সিনেমাতে ক্যাটরিনাসহ দেখা যাবে আমির খান, অমিতাভ বচ্চন, ফাতিমা সানা শেখকে। এই দুটি সিনেমার কাজ শেষ হলেই তিনি বরুণ ধাওয়ানের সঙ্গে একটি ডান্সকেন্দ্রিক সিনেমাতে অভিনয় করবেন। যার পরিচালনায় থাকছেন রেমো ডি সুজা।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি