ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বন্ধু ইমনের সঙ্গে ঈদ ধারাবাহিকে মোনালিসা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৩, ৬ জুন ২০১৮

Ekushey Television Ltd.

মডেল-অভিনেত্রী মোনালিসা। বেশ কিছুদিন ধরে দেশের বাইরে থাকছেন তিনি। সুদূর আমেরিকায় তার বসবাস। তবে মাঝে মাঝে দেশে এসে কিছু নাটক বিজ্ঞাপনে অভিনয় করেন। প্রায় দুই বছর পর দেশে ফিরেছেন তিনি। ফিরেই ব্যস্ত হয়ে পড়ছেন অভিনেত্রী। ঈদের জন্য নির্মিত টেলিফিল্ম, ধারাবাহিক ও খণ্ড নাটকের শুটিং করছেন।

সম্প্রতি চিত্রনায়ক ইমনের সঙ্গে জুটি বেঁধে একটি ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন মোনালিসা। নাটকের নাম ‘ভালোবাসা তোমার আমার’। পরিচালনা করেছেন মাকসুদুর রহমান বিশাল। এরই মধ্যে রাজধানীর উত্তরায় নাটকটির শুটিং শেষ হয়েছে।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মোনালিসা বলেন, ‘এটি একটি স্বামী-স্ত্রীর মিষ্টি প্রেমের গল্পের নাটক। সহশিল্পী হিসেবে পেয়েছি বন্ধু ইমনকে। তার সঙ্গে এর আগে অনেক কাজই করেছি। এবারের কাজটিও ভালো হয়েছে বলেই আমার বিশ্বাস।’

ইমন বলেন, ‘কাজটি আমার কাছে অনেক বেশি উপভোগ্য হয়ে উঠেছে। কারণ আমি আর মোনালিসা ভালো বন্ধু। সবসময়ই আমি মোনালিসাকে একজন মডেল হিসেবে প্রাধান্য দিয়েছি। কিন্তু এ নাটকে তার অভিনয় আমাকে রীতিমতো মুগ্ধ করার পাশাপাশি অবাক করেছে। একজন ভালো অভিনেত্রীও সে। কাজটি নিয়ে আমি খুবই আশাবাদী।’

নাটকটি আগামী ঈদে এশিয়ান টিভিতে প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি