ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সানির কাছে ক্ষমা চাইলেন রাখি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১১, ৬ জুন ২০১৮

Ekushey Television Ltd.

রাগের মাথায় সহকর্মী সানি লিওনকে বেশ কড়া কথা বলেছিলেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। তবে দেরিতে হলেও ভুল ভেঙেছে রাখির। সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে এসে সানি লিওনের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইলেন তিনি।

জাজবাত নামের টকশোতে সানি লিওনকে উদ্দেশ্য করে এই অভিনেত্রী বলেন, সানি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার সংগ্রাম সম্পর্কে জানতাম না।

ঘটনার সূত্রপাত বেশ আগেই। তখন বেশ চটেছিলেন রাখি। সানিকে দেশ ছাড়ার আহ্বান জানিয়ে রাখি তখন বলেন, তুমি ইন্ডিয়া থেকে বের হয়ে যাও। বলিউড থেকে বের হয়ে যাও।

তবে এতদিন পর ভুলটা ভেঙেছে রাখির। ক্ষমা চাওয়ার সঙ্গে সঙ্গে সানির জন্য শুভ কামনাও জানিয়েছেন তিনি।

সানির যুদ্ধটা একটু ভিন্ন। পর্নো তারকা থেকে রিয়েলিটি শো; এরপর বড় পর্দায় পা পড়েছে তার। রাখিও খোলামেলার জন্য বিখ্যাত। বারবারই খোলামেলা নিয়ে সংবাদের শিরোনাম হয়েছেন তিনি। সানিও খোলামেলা নিয়ে সংবাদের শিরোনাম হন মাঝেমধ্যেই।

এসব প্রসঙ্গ নিয়েও টকশোতে কথা বলেন রাখি; কথা বলেন তার সংগ্রাম নিয়েও।

সূত্র : এনডিটিভি

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি