ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

ঈদে সাগর জাহানের ‘নসু ভিলেনের সংসার’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫১, ৭ জুন ২০১৮

তিন ভাই নওশের আলী, সমশের আলী, জামশেদ আলী। গ্রামের মধ্যবিত্ত পরিবারের সন্তান তারা। বাবা মারা যাবার পর উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তিই তাদের একমাত্র আয়ের পথ।

তিন ভাই-ই কম বেশী অলস কর্ম বিমুখ। বড় ভাই সমশের কানে কম শোনে, তাই তার কানে মেশিন লাগানো। কিন্তু ঠসা বললে ক্ষেপে যায়। মেজ ভাই চোখে কম দেখে। পাওয়ার ফুল চশমা পরে সবসময়। তাকে অবশ্য ‘জামশেদ কানা’ বললে রাগ করে না। নসু শখের যাত্রা দলে ভিলেনের অভিনয় করে, তাই এলাকায় তার পরিচিতি নসু ভিলেন নামে। তাদের নিয়েই নির্মিত হয়েছে ঈদের নাটক ‘নসু ভিলেনের সংসার’।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আল মনসুর, চঞ্চল চৌধুরী, আ খ ম হাসান, আরফান আহমেদ, নাদিয়া নদী, তানজিকা আমিন, শাহানাজ খুশি প্রমুখ।

ঈদ অনুষ্ঠানমালায় এটিএন বাংলায় ১০ পর্বে প্রচার হবে নাটকটি। এটি ২০১৭ সালের ঈদুল ফিতরে প্রচারিত ‘নসু ভিলেন’ নাটকের সিক্যুয়াল।

নাটকটি ঈদের দিন থেকে ১০ম দিন পর্যন্ত রাত সাড়ে ৯টায় প্রচার হবে। বৃন্দাবন দাসের রচনায় ‘নসু ভিলেনের সংসার’ পরিচালনা করেছেন সাগর জাহান।

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি