ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিদেশিদের ব্যতিক্রমী আয়োজনে ঈদ ইত্যাদি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৫, ৭ জুন ২০১৮

Ekushey Television Ltd.

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির ঈদ আয়োজনের অন্যতম আকর্ষণ হচ্ছে বিদেশিদের অংশগ্রহণে একটি পর্ব। এবারের আয়োজনে এ পর্বে অংশ নিয়েছেন পৃথিবীর নানান দেশের প্রায় ৫০ জন নাগরিক। এদের মধ্যে নৃত্যে অংশগ্রহণ করেছেন ২৫ জন এবং বাকিরা অভিনয়ে। এবারের বিষয় ‘পারিবারিক শান্তি’।

হানিফ সংকেতের নির্দেশনায় অল্প ক’দিনের মহড়ায় বাংলায় বিভিন্ন সংলাপ আয়ত্ত করে এই বিদেশিরা এবারও চমৎকার অভিনয় করেছেন।

এ অনুষ্ঠানে অংশ নেয়া প্রসঙ্গে পর্তুগালের নাগরিক জন ভ্যান রিজন বলেন, ইত্যাদির শুটিংয়ে এসে মনে হয় পিকনিকে এসেছি। ভালো লাগে হানিফ সংকেতের সমাজ সচেতনতামূলক কাজ।

ডাচ্‌ নাগরিক ইরিন বলেন, আমি অনেকের কাছে ইত্যাদির গল্প শুনেছি এবং এতে অংশ নিতে এসে বুঝলাম ইত্যাদিতে না এলে আমি অনেক কিছু মিস করতাম। শুটিংয়ের পুরো দিনটাই আনন্দে কেটেছে।

ব্রিটিশ নাগরিক ক্রেইগ বলেন, ইত্যাদি টিম খুবই ভালো, অর্গানাইজড-আমি ইত্যাদিকে ভালোবাসি। এই নিয়ে তিনবার আমি এতে অংশ নিলাম।

আমেরিকান নাগরিক স্কট বলেন, সুযোগ হলে আগামী বছরও শুধু ইত্যাদি করার জন্যই বাংলাদেশে আসবো।

স্পেনের নাগরিক রোসা বোরাজো বলেন, অনেক গরম তারপরও ইত্যাদির কাজ করতে কোনো ক্লান্তি আসে না।

ইংল্যান্ডের নাগরিক ক্যাথরিন ডিকসন বলেন, হানিফ সংকেতের সঙ্গে কাজ করলে বোঝা যায় যে কোনোদিন অভিনয় করেনি, তাকেও তার পক্ষে শিল্পী বানানো সম্ভব। তার প্রমাণ আমরা।

বিদেশিদের সঙ্গে কাজ করা প্রসঙ্গে হানিফ সংকেত বলেন, এরা অপেশাদার তবে অনেক পেশাদার শিল্পীরও এদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। বিশেষ করে তাদের সময়জ্ঞান, নিষ্ঠা, একাগ্রতা, কষ্ট সহিষ্ণুতা, আন্তরিকতা দেখে আমি মুগ্ধ।

উল্লেখ্য, ইত্যাদি প্রচার হবে ঈদের পরদিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে। এটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন, স্পন্সর করেছে কেয়া কস্‌মেটিকস্‌ লিমিটেড।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি