ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মিথিলার সঙ্গে ঈদ আয়োজনে অঞ্জন দত্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৬, ৯ জুন ২০১৮ | আপডেট: ১০:১১, ৯ জুন ২০১৮

Ekushey Television Ltd.

উপমহাদেশের বিশিষ্ট সংগীত অভিনয় ব্যক্তিত্ব অঞ্জন দত্তের সঙ্গে তার গান, সিনেমা নানা অজানা বিষয় নিয়ে আয়োজন করা হয়েছে ঈদের বিশেষ অনুষ্ঠান ‘বেলা বোস তুমি পারছো কি শুনতে’অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন মিথিলা।

এই অনুষ্ঠান সম্পর্কে অঞ্জন দত্ত বলেন, ‘আমাকে নিয়ে এমন অনুষ্ঠান পরিকল্পনা আমার কাছে ভালো লেগেছে। তাই রাজি হয়েছি। অনুষ্ঠানে দর্শক আমার সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। আশা করি, ভালো লাগবে।’

ঈদুল-ফিতরের বিশেষ অনুষ্ঠানমালায় ঈদের তৃতীয় দিন বিকেল পাঁচটা ১৫ মিনিটে বাংলাভিশনে প্রচারিত হবে এই অনুষ্ঠানটি। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সাজ্জাদ হুসাইন।

এদিকে অঞ্জন দত্তকে কাছে পেয়ে বেশ উচ্ছ্বাসিত এই অভিনেত্রী। প্রিয় মানুষটিকে কাছে পেয়ে সেলফি তুলতে ভুল করেননি তিনি। আর সেই ছবি প্রকাশ করেছেন নিজের ফেসবুক পাতায়।
সম্প্রতি নিজের ফেসবুক পাতায় প্রিয় মানুষটির সঙ্গে একই ফ্রেমে আবদ্ধ হয়ে লিখেছেন, ‘With my favourite musician who’s music has influenced and shaped my teenage years significantly…the creator of Ronjona, MaryAnn, Bela Bose….the one and only Anjan Dutt.’
তার এই স্ট্যাটাসে বুঝাই যাচ্ছে, নিজের প্রিয় মানুষটাকে কাছে পেয়ে কতটা খুশি মিথিলা।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি